header banner

নাগরদোলা ছিঁড়ে পড়ে গিয়ে গুরুতর জখম ৩ শ্রমিক

article banner

নিজস্ব সংবাদদাতা,হাওড়াঃ মেলার মধ্যে নাগরদোলার কাজ করার সময় মর্মান্তিক দুর্ঘটনা। দোলনার কাজ করার সময় প্রায় সত্তর ফুট উপর থেকে পড়ে গুরুতর জখম তিন শ্রমিক। তৎক্ষনাৎ তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সোমবার সকাল সাড়ে দশটা নাগাদ ঘটনাটি ঘটে রামরাজাতলা শংকর মঠ সংলগ্ন মাঠে।

{link}

 স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কোনরকম সেফটি বেল্ট ছাড়াই ওই শ্রমিকরা নাগরদোলার জয়েস্টের উপরে কাজ করছিলেন। সেখান থেকেই পড়ে যায় তারা। এরপরেই ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থল থেকে আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। প্রত্যক্ষদর্শীদের আরও অভিযোগ, ঠিকাদাররা ঘটনাটির পরেই বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। প্রমাণ লোপাটের চেষ্টা করা হয় বলেও অভিযোগ।

{link}

স্থানীয় এক বাসিন্দা জানান,পুরো বিষয়টি ঠিকাদারের লোকেরা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। এই বিষয় নিয়ে তারা স্থানীয় বাসিন্দাদের সাথে কথাও বলতে চাইছেন না। ওই শ্রমিকদের কোন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সেটাও কাউকে জানতে দিচ্ছেন না বলে অভিযোগ। এদিকে, দুর্ঘটনার পরে কাজ বন্ধ করে দেন মেলার বাকি শ্রমিকরা। গোটা ঘটনাটি খতিয়ে দেখার জন্য ঘটনাস্থলে আসে জগাছা থানার পুলিশ। ইতিমধ্যেই পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।

{ads} 
 

News Tragic accident while working in the fair Merry go round Shankar Math Ramrajatala Howrah West Bengal India হাওড়া সংবাদ

Last Updated :