header banner

মালদায় মর্মান্তিক পথ দুর্ঘটনা, মৃত ৪,গুরুতর আহত ৩

article banner

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ বিয়ে বাড়ি থেকে নিমন্ত্রণ খেয়ে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল চারজনের। তাদের মধ্যে চার বছর বয়সী এক শিশুও রয়েছে। বুধবার রাতে মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটেছে মালদা জেলার হবিবপুর থানার জাজল গ্রাম পঞ্চায়েতের গোয়ালবাড়ি এলাকায়। মৃতদের নাম অমল মাহাতো (৪০), শুকুর মনি মাহাতো (৩৫), সুকুমার টুডু (৪০)এবং অভিজিৎ হাসদা (৪)।

{link}

স্থানীয় সূত্রে জানা যায়, তাদের প্রত্যেকের বাড়ি হবিবপুর থানার কানতুর্কা গ্রাম পঞ্চায়েতের লানসা এলাকায়। পরিবার ও পুলিশ সূত্রে খবর, লানসা এলাকা থেকে একটি ইঞ্জিন ভ্যানে করে মোট ১২ জন নিমন্ত্রণ খেতে গিয়েছিলেন হবিবপুর থানার মানিকরা এলাকায়। জানা যায়, রাত আটটা নাগাদ নিমন্ত্রণ খেয়ে বাড়ি ফেরার পথে গোয়ালবাড়ি এলাকার কাছে হঠাৎ একটি চার চাকা গাড়ি ওই যাত্রীবোঝাই ইঞ্জিন ভ্যানটিকে ধাক্কা মারে। এই ঘটনায় প্রায় প্রত্যেকেই আহত হন। এরপর স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় আহতদের তড়িঘড়ি উদ্ধার করে বুলবুলচন্ডী আর এন রায় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসা চলাকালীন অভিজিত হাসদা ও শুকুরমনির মৃত্যু হয়। এরপর গ্রামীণ হাসপাতালের চিকিৎসকরা বাকি আহতদের বুধবার রাতে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন।

{link}

সেখানে চিকিৎসা চলাকালীন অমল মাহাত ও সুকুমার টুডুর মৃত্যু হয়। আপাতত মালদা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন মিরা সরেন (৪০), প্রমিলা সরেন (৩২) এবং মঙ্গল মান্ডি (৩৫)। ইতিমধ্যেই পুলিশ মৃতদেহগুলিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবার সহ গোটা গ্রামে।

{ads} 
 

News Tragic road accident Four people died Golabari area Jajal gram panchayat Malda West Bengal India পথ দুর্ঘটনা মালদা সংবাদ

Last Updated :