header banner

ইলিশ সফরের আগেই নামখানায় ট্রলার উল্টে বিপত্তি, নিরাপদে উদ্ধার মৎস্যজীবীরা

article banner

সুদেষ্ণা মন্ডল, দক্ষিণ ২৪ পরগনাঃ ইলিশ ধরার মরশুমে ট্রলার উল্টে বিপত্তি। সোমবার দক্ষিণ ২৪ পরগনার নামখানার হাতানিয়া-দোয়ানিয়া নদীতে ১৫ জন মৎসজীবী নিয়ে এফবি শঙ্খ চক্র নামে কাকদ্বীপের একটি ট্রলার উল্টে যায়। পরবর্তীতে স্থানীয় প্রশাসন ও পুলিশের তৎপরতায় নিরাপদে উদ্ধার করা হয় মৎস্যজীবীদের।

{link}

স্থানীয় সূত্রে জানা যায়, ১৫ তারিখ থেকে মৎস্য দফতরের পক্ষ থেকে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরার জন্য অনুমতি দেওয়া হয়। ইলিশের মরশুম শুরুর আগে বঙ্গোপসাগরের মোহনার কাছাকাছি বন্দরগুলোতে ভিড় জমায় মৎস্যজীবীদের ট্রলারগুলি। মোহনার কাছাকাছি বন্দরগুলোতে ট্রলার গুলি জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র মজুত করে। সেই মত ১৫ জন মৎসজীবী নিয়ে ট্রলারটি কাকদ্বীপ থেকে নামখানা মৎস্য বন্দরের দিকে আসছিল। জানা যায় ঠিক সেই সময় ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে হাতানিয়া-দোয়ানিয়া নদীতে উল্টে যায়। 

{link}

এরপর তড়িঘড়ি উদ্ধারে এগিয়ে আসেন স্থানীয় মৎস্যজীবীরা। ঘটনাস্থলে ছুটে আসে নামখানা থানার পুলিশ। ১৫ জন মৎস্যজীবীদের সকলকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানা যায়। মরশুমের আগে এই ধরনের বিপত্তিতে ব্যাপক ক্ষতির সম্মুখীন ট্রলারমালিক সমেত ট্রলারে থাকা প্রত্যেক মৎস্যজীবীরা। ট্রলারটিকে উদ্ধারের কাজ শুরু করা হয়েছে। মর্মান্তিক এই ঘটনায় মৎস্যজীবী এবং ট্রলার মালিক এর পরিবারের লোকজন নামখানায় এসে কান্নায় ভেঙ্গে পড়েন।

{ads}

News Trawler overturns into Hatania Doania river Namkhana Kakdwip South 24 Pargana West Bengal India নামখানা দক্ষিণ ২৪ পরগনা সংবাদ

Last Updated :