header banner

খাটালের স্থানে ফ্ল্যাট নির্মানে বাঁধা, খুনের হুমকি তৃণমূল কাউন্সিলারের

article banner

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা: খাটালের মালিককে মারধর করে খাটাল তুলে দেওয়ার অভিযোগ কামারহাটির তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কামারহাটি পৌরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বেলঘড়িয়া মোহিনী মিল কোয়ার্টার এলাকায়। সূত্রের খবর, খাটাল তুলে সেই জায়গায় প্রমোটিং করার জন্যই খাটাল তুলে দেওয়ার হুমকি দেওয়া হয়। 

{link}

 স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় দীর্ঘ ৬০ বছর ধরে ১৫ টি পরিবার মোষের খাটাল চালিয়ে জীবিকা নির্বাহ করেন। কিন্তু বর্তমানে ওই ৩৩ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর মনোজ সাউ ওই এলাকা থেকে খাটালটি তুলে দিয়ে সেখানে প্রমোটিং করতে চাইছে বলে অভিযোগ উঠছে। এই নিয়ে বেশ কয়েকবার মিটিং করা হলেও কোনো লাভ হয়নি। ওই এলাকার খাটাল মালিকদের অভিযোগ, তারা ওই জমি ছাড়তে রাজি না হওয়ায় তাদের ব্যবসা বন্ধ করতে কাউন্সিলর দুই দিন আগে ওই খাটালের ড্রেন পাঁচিল দিয়ে বন্ধ করে দেন। যার ফলে খাটাল মালিকদের সমস্যায় পড়তে হচ্ছে। তাই এর সমাধান করতে শুক্রবার বিকেলে কাউন্সিলরের সঙ্গে আবারও সবাই আলোচনায় বসেন। অভিযোগ, আলোচনার সময় ওই কাউন্সিলরের কথা খাটাল মালিক মণীশ কুমার রায় মানতে রাজি না হলে তাকে মারধর করে কাউন্সিলর মনোজ সাউ ও তার দলবল। মনীষকে বাঁচাতে গেলে তার বাবা পরেশ নাথ রায় ও তার দাদা সন্তোষ রায় কেও মারধর করা হয়। এমনকি তিনি তাদের প্রানে  মেরে ফেলারও হুমকি দেন বলে অভিযোগ।  

{link}

বর্তমানে পুরো ঘটনাটি জানিয়ে মনীশ বেলঘরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে এই অভিযোগ মানতে নারাজ কাউন্সিলর মনোজ সাউ। এ প্রসঙ্গে উত্তর ২৪ পরগনার বিজেপি আহ্বায়ক বলেন, যে সময় তৃণমূলের একের পর এক নেতা শ্রীহরের দিকে এগোচ্ছেন, সেই সময়ে দাড়িয়ে তৃণমূলের কাউন্সিলাররা দখলদারির রাজনীতি করে বেরাচ্ছেন। এই ঘটনায় পুলিশ সক্রিয়ভাবে যদি কোনো পদক্ষেপ না নেয়, তবে তিনি তাদের পাশে দাঁড়াবেন। 
{ads}

News Tmc councilor Kamarhati North 24 pargana West Bengal India কামারহাটি সংবাদ

Last Updated :