header banner

শান্তিপুর কলেজের অধ্যক্ষ্যের চেয়ারে তৃণমূল বিধায়ক, কটাক্ষের মুখে বিধায়ক

article banner

নিজস্ব সংবাদদাতা, নদীয়াঃ কলেজের অধ্যক্ষ্যের চেয়ারে বসে রয়েছেন তৃণমূল বিধায়ক। তার পাশে সোফাতে বসে রয়েছেন অধ্যক্ষা। এবার সেই ছবি ভাইরাল ঘিরে তীব্র চাঞ্চল্য। নিন্দার ঝড় রাজনৈতিক মহলে। ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর কলেজে।

{link}

জানা যায়, দিন কয়েক আগে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়। সেই ছবিতে দেখা যায় শান্তিপুর কলেজের অধ্যক্ষার চেয়ারে বসে রয়েছেন শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। আর পাশের একটি সোফাতে বসে রয়েছেন কলেজের অধ্যক্ষা চন্দ্রিমা ভট্টাচার্য। ছবিটি বিজেপির তরফ থেকেও সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল করা হয়। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব তীব্র নিন্দা করতে থাকে এই ভাইরাল হওয়া ছবিকে কেন্দ্র করে। এ বিষয়ে শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজোকিশোর গোস্বামী কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, একটি কলেজের বিষয়ে আলোচনার জন্য দিন কয়েক আগে তিনি অধ্যক্ষার সঙ্গে দেখা করতে যান। তখন অধ্যক্ষা নিজেই হাত জোড় করে অনুরোধ করেন তার চেয়ারে বসার জন্য। যেহেতু তিনি কলেজের গভর্নর বডির প্রেসিডেন্ট সেই কারণে তিনি তাকে ওই চেয়ারে বসার জন্য বারবার অনুরোধ করেন। মানবিক দিক থেকেই তিনি সেই চেয়ারে বসে ছিলেন।

{link}

এ বিষয়ে অধ্যক্ষা চন্দ্রিমা ভট্টাচার্য বিধায়কের কথার সূত্র ধরেই বলেন, তিনি নিজেই বারবার অনুরোধ করেছিলেন তার চেয়ারে বসার জন্য। সেই কারণে তিনি বসেছিলেন। এ বিষয়ে শান্তিপুরে বিজেপি নেতা তথা অধ্যাপক সোমনাথ কর বলেন, ছবিটি দেখার পর অত্যন্ত খারাপ লেগেছে । তার কারণ শান্তিপুর কলেজ একটি ঐতিহ্যবাহী কলেজ। আর এ বিষয়ে অধ্যক্ষার জানা উচিত ছিল যে তার চেয়ারে কখনো অন্য কেউ বসতে পারেন না।

{ads}
 

News Trinamul MLA is sitting in the chair of the principal of the college Shantipur College Nadia West Bengal India শান্তিপুর কলেজ নদীয়া সংবাদ

Last Updated :