header banner

উত্তাল দীঘার সমুদ্র, বহু নিষেধাজ্ঞা জারি প্রশাসনের

article banner

নিজস্ব সংবাদদাতা, পুর্ব মেদিনীপুরঃ উত্তাল দীঘার সমুদ্র, ক্রমশ বেড়েই চলেছে জলচ্ছাস।ঘূর্ণিঝড়ের পূর্বাভাসের জেরে দীঘা সহ উপকূলবর্তী এলাকায় সর্তকতা জারি করেছে প্রশাসন। গত ৮ আগস্ট থেকে ১১ আগস্ট পর্যন্ত দিঘার সমুদ্রে স্নানে নামার উপরেও সর্তকতা জারি করেছে প্রশাসন। মাইকিং করে পর্যটক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দাদেরও সতর্ক করা হচ্ছে৷

{link}

সকাল থেকেই দীঘার আকাশ মেঘলা, মাঝেমাঝে বৃষ্টিও হচ্ছে। আর তার জেরেই সমুদ্র আরও উত্তাল হয়ে উঠেছে। ফলে সমুদ্র সৈকতে কড়া নজরদারি রাখা হচ্ছে। পর্যটকদের পা ভেজানোর জন্যও সমুদ্রে নামতে দেওয়া হচ্ছে না।বহু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।নুলিয়া এবং সিভিক ভলেন্টিয়াররা সমুদ্র সৈকতে টহলদারি চালাচ্ছেন। কেউ যাতে সমুদ্রে না নামতে পারে, তার জন্য কড়াকড়ি ব্যাবস্থা নেওয়া হয়েছে।পাশাপাশি মৎস্যজীবীদের জন্যও জারি করা হয়েছে লাল সতর্কতা।মৎস্যজীবীদের ৮ থেকে ১১ আগস্ট উপকূলে মাছ ধরতে যাওয়ার উপর জারি করা হয়েছে নিষেধাজ্ঞা।

{link}

সমুদ্রের জলোচ্ছ্বাস দেখে পর্যটকেরা রীতিমতো উচ্ছ্বসিত। সমুদ্রের এই উত্তাল দৃশ্য দেখতে সমুদ্র পারে ভিড় জমিয়েছেন বহু পর্যটকেরা। স্নান করতে না পারলেও  গার্ডোয়াল টপকে জল পারে চলে আসায় সমুদ্রের পার থেকেই সমুদ্রের উত্তাল রুপ উপভোগ করছেন তারা। তবুও যাতে কোনো দুর্ঘটনা না ঘটে, তার জন্য কড়া নজরদারী রাখছে পুলিশ বাহিনী।

{ads}

News Digha East Medinipur West Bengal India দীঘা সংবাদ

Last Updated :