header banner

দক্ষিণ ২৪ পরগনার অঙ্গনওয়াড়ি স্কুলে বজ্রপাতের আওয়াজে অসুস্থ হয়ে পড়ল ছাত্রছাত্রী সহ শিক্ষিকারা

article banner

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগনাঃ নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে শুরু হয়েছে বৃষ্টিপাত। হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে মাঝে মাঝে হচ্ছে বজ্রপাতও। আর বজ্রপাতের জেরে ঘটলো বিপত্তি। বজ্রপাতের বিকট আওয়াজে অসুস্থ হয়ে পড়লো ১২ জন ছাত্র-ছাত্রী ও দু'জন শিক্ষিকা।

{link}

ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার থানা এলাকার বংশীধরপুর অঙ্গনওয়াড়ি বিদ্যালয়ে। বৃহস্পতিবার বেলা বারোটা নাগাদ ওই এলাকায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হচ্ছিল। হঠাৎ একটি বিকট আওয়াজে চিৎকার করে ওঠে ছাত্র-ছাত্রী এবং শিক্ষিকারা। যার ফলে মুহুর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে ওই স্কুলে। অসুস্থ হয়ে পড়ে ১২ জন ছাত্র-ছাত্রী ও দুজন শিক্ষিকা। স্কুলের বেশ কিছু দূরে ওই ছাত্র-ছাত্রীদের অভিভাবক অভিভাবিকারাও ছিলেন। এই ঘটনার সঙ্গে সঙ্গেই কান্নার রোল পড়ে যায় তাদের মধ্যে।

{link} 

এরপর তড়িঘড়ি স্থানীয় মানুষদের সহযোগিতায় ওই ছাত্র-ছাত্রী ও শিক্ষিকাদের নিয়ে যাওয়া হয় মন্দিরবাজার নাইয়ারাট গ্রামীণ হাসপাতালে। প্রাথমিক চিকিৎসার পর তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা যায়। ঘটনাস্থলে আসেন স্থানীয় বিধায়ক জয়দেব হালদার। তিনি জানিয়েছেন বিষয়টা দুর্ভাগ্যজনক। প্রাকৃতিক বিপর্যয় কারো হাত নেই।

{ads}

News Twelve students and two teachers fell ill at the sound of thunder Mandirbajar Police Station ICDS school South 24 Pargana West Bengal India দক্ষিণ ২৪ পরগনা সংবাদ

Last Updated :