header banner

বঙ্গোপসাগরে ট্রলারডুবি, আড়াই দিন পড়ে উদ্ধার ৭ বাংলাদেশী মৎস্যজীবী

article banner

সুদেষ্ণা মন্ডল, দক্ষিণ ২৪ পরগনা: সমুদ্রে মাছ ধরার জন্য বেরিয়েছিল দুটি বাংলাদেশি ট্রলার। কিন্তু, প্রাকৃতিক দুর্যোগের জেরে সমুদ্রে উলটে যায় ট্রলার দুটি। প্রায় আড়াই দিন মতো সমুদ্রে ভাসছিলেন ট্রলারে থাকা বাংলাদেশী মৎস্যজীবীরা। অবশেষে তাঁদের উদ্ধার করেন ভারতীয় মৎস্যজীবীরা। জানা যায় ট্রলারে থাকা মোট সাত জন মৎস্যজীবীকে উদ্ধার করা হয়েছে।

{link}

স্থানীয় সূত্রের খবর, বাংলাদেশী ওই দুই ট্রলারের নাম ভাইবোন ট্রলার এবং মায়ের দোয়া ট্রলার। ভাইবোন ট্রলারের ১৩ জনের মধ্যে মোট পাঁচ জন ও মায়ের দোয়া ট্রলারের ১৭ জন এর মধ্যে দু'জনকে উদ্ধার করা হয়েছে। এই মুহূর্তে কাকদ্বীপ হাসপাতালে তাঁরা সকলেই চিকিৎসাধীন রয়েছেন। তবে যতটা দ্রুত সম্ভব নিজের দেশে, নিজের বাড়িতে ফিরতে চান বলে জানিয়েছেন উদ্ধার হওয়া ওই মৎস্যজীবীরা। জানা যায় সাতজনকে উদ্ধার করা গেলেও বাকিদের এখনও পর্যন্ত কোনও খোঁজ পাওয়া যায়নি। তাদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

{link}

এই ঘটনার পর এক মৎস্যজীবী বলেন, "মাছ ধরব বলে আমরা ট্রলার নিয়ে বেরিয়েছিলাম। কিন্তু, তার মধ্যেই খারাপ আবহাওয়ার জেরে সেই ট্রলার ডুবে যায়। আমরা অনেক্ষণ ধরেই জলের মধ্যে ভাসছিলাম। প্রায় আড়াই দিন ধরে জলের মধ্যেই ছিলাম। সন্ধে হয়ে যাওয়ার ফলে আর কিছু দেখতে পাচ্ছিলাম না। এখন আমরা যতটা তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরতে চাই।"

{ads}
 

News Trawler Fisherman Bangladesh Kakdwip South 24 pargana West Bengal India কাকদ্বীপ দক্ষিণ ২৪ পরগনা সংবাদ

Last Updated :