header banner

বীরভূমের মাড়গ্রামে এক ধান ব্যাবসায়ী কে লক্ষ্য করে গুলি, পলাতক দুই আততায়ী

article banner

নিজস্ব সংবাদদাতা, বীরভূমঃ ছিনতাই এর উদ্দেশ্যে এক ধান ব্যাবসায়ীকে গুলি করার অভিযোগ উঠল দুই দুষ্কৃতীর বিরুদ্ধে। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে বীরভূমের মারগ্রাম থানার ফকির বাগান এলাকায়। এই ঘটনার ফলে গুরুতর জখম হয়েছেন ওই ব্যাক্তি।

{link} 

স্থানীয় সূত্রের খবর, আহত ধান ব্যাবসায়ী ঋষি মন্ডল মাড়গ্রাম থানার তেঁতুলিয়া গ্রামের বাসিন্দা। রামপুরহাট মনসুবা মোড়ে তিনি ধানের ব্যাবসা করেন। প্রতিদিন সকালে বাড়ি থেকে টাকা নিয়ে তিনি মনসুবা যান, আবার সন্ধ্যা বেলা বাড়ি ফেরেন। ওই ব্যাবসায়ীর অভিযোগ, সম্ভবত আততায়ীরা তার এই যাওয়া আসার প্রতি লক্ষ্য রাখতেন। তিনি বলেন, সোমবার সকালে হঠাৎ মাড়গ্রামের রাস্তায় দুজন দুষ্কৃতী বাইক নিয়ে এসে তার সামনে দাঁড়িয়ে পড়েন। তার বাইকের চাবি কেড়ে নিয়ে ডিকি খোলার চেষ্টা করেন তারা। অভিযোগ, তিনি বাঁধা দিলে তার পায়ে গুলি করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। তিনি বারংবার চিৎকার করার সত্ত্বেও তাকে কেউ বাঁচাতে আসেনি বলে অভিযোগ। তবে আততায়ীরা কিছু নিতে পারেননি বলে জানান তিনি।

{link}
  
বর্তমানে ওই ব্যাবসায়ী গুরুতর আহত অবস্থায় রামপুরহাট মেডিক্যাল কলেজে ভর্তি রয়েছেন। এ বিষয়ে রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে। খুব তাড়াতাড়ি আততায়ীরা ধরা পড়বেন। পুরো ঘটনাটির তদন্ত করছে মাড়গ্রাম থানার পুলিশ।

{ads}
 

News Two miscreants were accused of shooting a paddy trader for the purpose of snatching Margram Police Station Birbhum West Bengal India মাড়গ্রাম বীরভূম সংবাদ

Last Updated :