header banner

বকেয়া বেতন পরিশোধের দাবিতে বিডিও অফিসে বিক্ষোভ ও ডেপুটেশন মিড ডে মিল কর্মীদের

article banner

সুদেষ্ণা মন্ডল, দক্ষিণ ২৪ পরগনাঃ গত দুবছর ধরে দু মাসের বেতন বকেয়া। অভিযোগ, বারবার প্রশাসনকে জানানো সত্ত্বেও কোনো রকম কাজ হয়নি। তাই এবার বৃহত্তর আন্দোলনে নেমেছেন সারা বাংলার মিড ডে মিল কর্মী ইউনিয়নের (কাকদ্বীপ শাখা) শতাধিক মহিলারা।

{link}

স্থানীয় সূত্রের খবর, সোমবার দুপুরে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ চৌরাস্তা থেকে কয়েকশো মহিলা মিড-ডে-মিল কর্মীরা বিক্ষোভ মিছিল শুরু করেন। এরপর কাকদ্বীপ বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা। আন্দোলনকারীদের দাবি, করোনা মহামারীর কালে ২ মাস কোনো বেতন পাননি মিড-ডে-মিলের কর্মীরা। দু'বছর ধরে বারবার প্রশাসনের দ্বারস্থ হওয়ার পরেও শুধুই প্রতিশ্রুতি মিলেছে। কোন রকম সুরাহা হয়নি। তাই এবার নিজেদের বকেয়া বেতন পেতে আন্দোলনের পথে হাঁটছেন তারা। বিক্ষোভ মিছিলের পাশাপাশি এদিন কাকদ্বীপ বিডিও অফিসে ডেপুটেশন দেয় তারা। এর পাশাপাশি তারা জানিয়েছেন, অবিলম্বে বকেয়া টাকা পরিশোধ না করলে এর থেকেও বৃহত্তর আন্দোলনে নামবেন তারা।

{link}

এ বিষয়ে কাকদ্বীপের বিডিও দিব্যেন্দু সরকার জানান, ইতিমধ্যেই তার কাছে অভিযোগ এসে পৌঁছেছে। অভিযোগের ভিত্তিতে তারা বিষয়টি খতিয়ে দেখছেন। মহিলা মিড ডে মিল কর্মীদের সমস্যা দ্রুত সমাধানের জন্য তাদের দাবি উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। তিনি আরও জানিয়েছেন, দ্রুত এই সমস্যার সমাধান হয়ে যাবে বলে আশা করা যাচ্ছে।

{ads}
 

News Two months salary arrears for the last two years Mid-Day-Meal workers union Kakdwip branch South 24 Pargana West Bengal India দক্ষিণ ২৪ পরগনা সংবাদ

Last Updated :