header banner

জলেই গেল দুটো নিষ্পাপ প্রাণ

article banner

নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ ২৪ পরগনাঃ পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো দুই স্কুল ছাত্রীর। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার তালদি রাজাপুর এলাকায়। মৃত দুই ছাত্রীর নাম পিয়ালী নাইয়া (১১) ও ঈশা বৈদ্য (১২)। মর্মান্তিক ঘটনাটি জানাজানি হতেই এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

{link} 

স্থানীয় সূত্রের খবর, সোমবার সকালে স্কুলে যাওয়ার জন্য তারা বাড়ির পাশে একটি পুকুরে চার পাঁচ জন বান্ধবী মিলে স্নান করতে গিয়েছিলো। হঠাৎ স্নান করতে করতে দুই বান্ধবীকে পুকুরের মধ্যে দেখতে না পেয়ে অন্যান্য বাকি মেয়েরা তড়িঘড়ি তাদের বাড়িতে খবর দেয়। খবর পেয়েই তাদের পরিবারের লোকজনেরা ঘটনাস্থলে ছুটে আসে। এরপর তাদের পরিবারের সদস্যরা জলে নেমে খুঁজতে খুঁজতে তাদের দুজনকে উদ্ধার করে এবং ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণ পরেই চিকিৎসক দুই ছাত্রীকে মৃত বলে ঘোষণা করে।

{link}

ইতিমধ্যেই পুলিশ ওই দুই ছাত্রীর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। কিভাবে এই দুর্ঘটনাটি ঘটল তা এখনও পর্যন্ত জানা যায়নি। মৃতদের পরিবারের কাছে পুরো বিষয়টি এখনও ধোঁয়াশার মত। পুরো বিষয়টি তদন্ত করছে পুলিশ।

{ads} 
 

News Two school girls drowned while bathing in a pond Canning South 24 Pargana West Bengal India দক্ষিণ ২৪ পরগনা সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article