header banner

অসমর্থদের নিজ টোটোয় পরীক্ষার হলে পৌঁছে দেওয়ার উদ্যোগ দুই টোটো চালকের

article banner

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম বর্ধমানঃ অণ্ডাল থানার খান্দরা এলাকার দু'জন টোটো চালক মাধ্যমিক পরীক্ষার্থীদের বিনামূল্যে পৌঁছে দিলেন পরীক্ষার হলে। তাদের দাবি, অনেক ছাত্রছাত্রীদেরই আর্থিক সামর্থ না থাকার কারনে তাদের পায়ে হেঁটে পৌঁছতে হয় পরীক্ষা কেন্দ্রে। সেই সমস্ত অভাবী ছাত্রছাত্রীদের কথা চিন্তা করে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন দুজন টোটো চালক। পরীক্ষার্থীদের বিনা ভাড়ায় পৌঁছে দিলেন পরীক্ষা কেন্দ্রে।

{link} 

 স্থানীয় এলাকার পরীক্ষা কেন্দ্র উখড়া কেবি হাই স্কুল, উখড়া আদর্শ হিন্দু হাইস্কুল সহ খান্দরা হাই স্কুলের প্রায় ১০০ জন পরীক্ষার্থীদের বিনামূল্যে পরিষেবা দেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই দুই টোটো চালকের নাম দয়াময় রুইদাস ও কানাই চন্দ্র দাস। তারা দু'জনই খান্দরা এলাকার বাসিন্দা।গতকাল দুই বন্ধু একসঙ্গে বিনামূল্যে ছাত্রছাত্রীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া সহ পুনরায় পরীক্ষা শেষে তাদের বাড়ি ছেড়ে দেওয়ার মত উদ্যোগ নিয়েছেন। পাশাপাশি পরীক্ষার প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত একটানা এই পরিষেবা দেওয়ার অঙ্গিকার বদ্ধ হয়েছেন পরিক্ষার্থীদের কাছে।

{link} 

গতকাল থেকেই তারা তাদের দুটি টোটোর সামনে সাইনবোর্ডেও লিখেছেন ' মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিনামূল্যে পরিষেবা দেওয়া হবে। অনেক ছাত্রছাত্রী আছে যারা টাকার অভাবে কষ্ট করে পড়াশোনা করে,সেইসব ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে দয়াময় বাবু ও কানাই চন্দ্র বাবুর নজিরবিহীন উদ্যোগকে সাধুবাদ জানান এলাকার বাসিন্দা সহ খান্দরা অঞ্চল মহিলা তৃণমূল কংগ্রেস।

{ads}
 

News Two toto drivers from Khandara Secondary Examination Andal Police Station West Burdwan West Bengal India অন্ডাল পশ্চিম বর্ধমান সংবাদ

Last Updated :