header banner

বাড়ির চাকরের হাতে দু বছর আগে খুন বৃদ্ধা, অবশেষে গ্রেফতার অভিযুক্ত

article banner

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমানঃ দুবছর পর রূপনারায়ানপুরের বিডিও রোডের বাসিন্দা বৃদ্ধা শেফালী রায়ের(৬৫)রহস্যময় মৃত্যুর ঘটনায় অভিযুক্ত যুবক করন দাসকে গ্রেফতার করল পুলিশ। জানা যায়, এই কেসের ভারপ্রাপ্ত ইনচার্জ রাহুলদেব মণ্ডল অপরাধীকে গ্রেফতার করেন।

{link}

প্রায় দু বছর আগে শেফালী রায়ের নিজের বাড়ির বন্ধ ঘরের মধ্যে থেকে তার মৃতদেহ উদ্ধার হয়েছিলো। সেই সময় বৃদ্ধা মহিলার ভাই শঙ্কর চন্দ্র রায় অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়ের করে ছিলেন। বহু তদন্তের পর ওই অভিযুক্ত যুবকের খোঁজ পায় পুলিশ। এরপর তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হলে খুনের কারণ জানতে পারে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত ওই বৃদ্ধার বাড়িতে কাজ করতেন। পুলিশের তদন্ত সাপেক্ষে কি ভাবে বৃদ্ধার খুন করা হয়েছে তা সঠিকভাবে জানতে খুনের অপরাধী করন দাসকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। বুধবার আসামী করন দাসকে মৃত বৃদ্ধার বাড়ি নিয়ে গিয়ে ঘটনার পুর্ণগঠন করলো পুলিশ। কি ভাবে ও কি কারণে তাকে খুন করা হয়েছে তা পূর্ণাঙ্গ রূপে দেখিয়েছে খুনি অভিযুক্ত করন দাস।

{link}

তিনি পুলিশকে জানিয়েছেন, প্রথমে সে রোজকারের মত কাজে গিয়ে জলের পাম্প চালিয়ে জল ভরেন। তারপর তিনি ঘর পরিস্কার করেন। সেই দিন তার অন্য এক জায়গায় কাজ থাকায় বৃদ্ধা মহিলাকে সে জানায় তিনি আর কোনো কাজ করতে পারবেন না। কিন্তু বৃদ্ধা তাকে কাজের চাপ দিলে করন দাস রাগের বসে এসে পিছন দিয়ে তার গলায় চাপ দেয়। সেই চাপের ফলে ডাইনিং টেবিলে বসে থাকা শেফালী রায় মারা যান। ভয়ে সেই সময় বাড়ি থেকে পালিয়ে যায় করন দাস। তিনি এও বলেন সেদিন তিনি নেশাগ্রস্ত অবস্থায় কাজে এসেছিলেন। দুবছর পর অভিযুক্তকে গ্রেফতার করায় পুলিশের কাজে খুশি প্রকাশ করেছেন এলাকাবাসীরা।

{ads}
 

News Two years later police arrested a young man accused in the mysterious death of a old woman Salanpur West Burdwan West Bengal India পশ্চিম বর্ধমান সংবাদ

Last Updated :