header banner

যুদ্ধবিদ্ধস্ত ইউক্রেনে আটকে রানাঘাটের ডাক্তারি পড়ুয়া,উদ্বিগ্ন বাবা মা

article banner

নিজস্ব সংবাদদাতা,নদীয়াঃ ইউক্রেনের কীয়েভ ডাক্তারি পড়তে গিয়ে আটকে পড়েছে নদীয়ার রানাঘাটের ডাক্তারি পড়ুয়া অভিদীপ দত্ত। বর্তমানে সে ইউক্রেনের হাঙ্গেরি বর্ডারে আটকে রয়েছে ।গভীর দুশ্চিন্তার মধ্যে দিয়ে রানাঘাটে তার বাড়িতে দিন কাটাচ্ছেন অভিদীপের বাবা ও মা।

{link} 

 সূত্রের খবর,২০১৮ সালে অভিদীপ ইউক্রেনে ডাক্তারি পড়তে যায়। বর্তমানে অভিদীপ ইউক্রেনের কীয়েভ বোগোমোলোটস ন্যাশনাল মেডিক্যাল ইউনিভার্সিটির ফোর্থ ইয়ারের ছাত্র। কিন্তু গত ২৪শে ফেব্রুয়ারি  রুশ আক্রমণের পর ইউক্রেনের কীভে অভিদীপের মতো দিশেহারা হয়ে পড়ে হাজার হাজার ভারতীয় পড়ুয়া। ওই পড়ুয়াদের অভিযোগ এই সময় ভারতীয় দূতাবাস দায়সারা পরামর্শ ছাড়া আর কোন সাহায্যই করেনি। এইরকম পরিস্থিতিতে অভিদীপ নিজে ভারতের জাতীয় পতাকা তৈরি করেন এবং সেই তেরঙ্গা ঝান্ডাকে সঙ্গী করে বেড়িয়ে পড়েন। দীর্ঘ ট্রেন যাত্রার পর সে পৌঁছায় পশ্চিম ইউক্রেনের লাভিভে। সেখান থেকে অভিদীপ জীবনের ঝুঁকি নিয়ে গতকাল পৌঁছায় ইউক্রেন-হাঙ্গেরী বর্ডারে।

{link}
 
 ভারতীয় দূতাবাস সূত্রের খবর আগামী দুএকদিনের মধ্যেই ভারতীয় দূতাবাসের সাহায্যে অভিদীপরা ফিরবে দিল্লিতে। কিন্তু যতক্ষণ না বাড়ির ছেলে বাড়িতে ফিরছে ততক্ষণ দুশ্চিন্তার মধ্যেই দিন কাটছে বাবা তপন দত্তের এবং মা শর্মিষ্ঠা দত্তের। অভিদীপের পরিবারের অনুরোধ,ইউক্রেনে আটকে থাকা সমস্ত পড়ুয়াদের জানো দ্রুত ফিরিয়ে দেওয়া হয়। তবে ইউক্রেনের অবস্থা ভালো হলে আবারো ছেলেকে সেই দেশেই ডাক্তারি পড়তে পাঠাবেন এমনটাই মনস্থির করেছেন তার মা শর্মিষ্ঠা দত্ত।

{ads}
 

News Ukraine Russia Kiev Hungarian border Ranaghat Nadia West Bengal India ইউক্রেন রাশিয়া নদীয়া সংবাদ

Last Updated :