সুদেষ্ণা মন্ডল, দক্ষিণ ২৪ পরগনা: যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রবাস অভিযানে এবার বৈঠক করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। মঙ্গলবার সকালে দক্ষিণ ২৪ পরগনার হরিনাভিতে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে এই সভাটি করা হয়। সভায় উপস্থিত ছিলেন বিজেপি-র একাধিক কর্মী। এদিন সভায় তিনি রাজ্যের দুর্নীতি নিয়ে শাসক দলের নেতাদের কটাক্ষ করেন।
{link}
তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, রাজ্যের দুর্নীতি আজ প্রকাশ্যে চলে এসেছে। কেন্দ্রীয় দুই সংস্থা এই বিষয়ে তদন্ত করছে। প্রকৃত সত্য সকলের সামনে আসবে। এছাড়াও শিক্ষক নিয়োগ দুনীতি কাণ্ডে আদালতের ওপর ভরসা রাখতে বলেন মন্ত্রী। তিনি বলেন, বিষয়টি আদালতের বিচারাধীন। এই নিয়ে অনেক তথ্যই মানুষের সামনে এসেছে। আদালত যোগ্য প্রার্থীদের নিয়োগের ব্যবস্থা করবে এটা তিনি বিশ্বাস করেন। এছাড়াও তিনি বলেন, মেধা ছাত্র-ছাত্রীরা অবশ্যই সঠিক বিচার পাবেন। বিক্ষোভরত প্রার্থীদের সাথে তিনি এর আগে কথা বলেছেন। এ বিষয়ে তিনি মুখ্যমন্ত্রীকেও চিঠি দিয়ে সব জানিয়েছেন।
{link}
বর্তমান রাজ্য সরকারের সমালোচনা করে মন্ত্রী বলেন, এককালে বাংলা সারা দেশের মধ্যে অগ্রগণ্য ভূমিকা নিত। আজ সবকিছুতে পিছিয়ে পড়েছে। দুর্নীতি ও পরিবারবাদ বাংলাকে শেষের পথে নিয়ে গেছে। কিন্তু বিরোধী হিসেবে তিনি সবকিছু মানুষের সামনে তুলে ধরছেন। সোনার বাংলা গড়ে তুলতে চায় তারা। মঙ্গলবার বিকেলেও একগুচ্ছ কর্মসূচি আছে কেন্দ্রীয় মন্ত্রীর এমনটাই দলীয় সূত্রে জানা যায়।
{ads}