header banner

সাম্প্রদায়িকতা রক্ষার অনন্য নজির, মুসলিম দাদার কিডনি দানে হিন্দু ভাই ফিরে পেল নতুন জীবন

article banner


সুদেষ্ণা মন্ডল, দক্ষিণ ২৪ পরগনাঃ প্রতন্ত্য সুন্দরবনের পাথরপ্রতিমা ব্লকের রামগঙ্গার বাসিন্দা কানাইলাল সাহু(৩৫)। বছর তিনেক আগে দুরারোগ্য ব্যাধিতে তিনি আক্রান্ত হন। বহু পরীক্ষা-নিরীক্ষার পর ধরা পড়ে দুটি কিডনিই তার নষ্ট হয়ে গিয়েছে । এরপর বাঁচার আশা প্রায় ছেড়েই দেয় ওই যুবক।

{link}

কিন্তু এরই মধ্যে কয়েকদিন আগে কলকাতা থেকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে গাড়িতে তার পরিচয় হয় এক ব্যাক্তির সঙ্গে। পাথরপ্রতিমা ব্লকের এল প্লটের উপেন্দ্র নগরের বাসিন্দা শেখ আশরাফ আলীর  সাথে প্রথম সাক্ষাতেই কানাইলালের পরিবারের সদস্যদের সুসম্পর্ক গড়ে ওঠে। আপাতত ও - পজেটিভ একটা কিডনি হলেই জীবন ফিরে পাবেন কানাইলাল, একথা তিনি তার স্ত্রীর কাছ থেকে জানতে পারেন। এর কিছুদিন পর আশরাফ কলকাতায় ডাক্তারের কাছে গিয়ে জানতে পারেন তার ও – পজেটিভ গ্রুপ। সেখানেই তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলেন একটি কিডনি দান করবেন তার নতুন ভাইকে।

{link}

সেইমতো গত সপ্তাহে কলকাতার মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে একটা কিডনি দান করেন আশরাফ আলী। তা প্রতিস্থাপন হয় নতুন ভাইয়ের দেহে। তিনি ফিরে পান এক নতুন জীবন। বর্তমানে দুজনেই সুস্থ। ইতিমধ্যেই বাড়ি ফিরেছেন আশরাফ আলী। কিডনি দিয়ে হিন্দু ভাইয়ের জীবন রক্ষা করে আপাতত এলাকায় তিনি হিরো। পর্দার নয়, বাস্তবের।

{ads}
 

News Unique example in defending communalism Hindu brother gets new life by donating kidney to Muslim elder brother Patharpratima South 24 Pargana West Bengal India পাথর প্রতিমা দক্ষিণ

Last Updated :