header banner

দশ বছর ধরে বেহাল রাস্তা, রাস্তায় চারা গাছ পুঁতে বিক্ষোভ গ্রামবাসীদের

article banner

সুদেষ্ণা মন্ডল, দক্ষিন ২৪ পরগনা: দশ বছর ধরে রাস্তার অবস্থা বেহাল, রাস্তায় বৃক্ষ রোপন করে বিক্ষোভ গ্রামবাসীদের।সোমবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরের সুমতি নগর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ধসপাড়া এলাকায়।বিক্ষোভকারীদের অভিযোগ, এ বিষয়ে প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি। তাই তারা বাধ্য হয়ে এদিন রাস্তায় বিক্ষোভ করেন। 

{link}

স্থানীয় সূত্রের খবর, দীর্ঘ দশ বছর ধরে ধসপাড়ার মনসা মোড় থেকে লক্ষ্মী মোড় পর্যন্ত ৩ কিলোমিটার রাস্তা  বেহাল হয়ে পড়ে রয়েছে রাস্তা। রাস্তার এতটাই বেহাল দশা যে রোগীদের হাসপাতলে  নিয়ে যাওয়ার জন্য ভরসা করতে হয় সাধারণ মানুষের পালকির। রাস্তার বেহাল দশার কারণে গ্রামের মধ্যে প্রবেশ করে না অ্যাম্বুলেন্স এর গাড়ি। বৃষ্টির সময় রাস্তার আরও করুণ দশা হয়ে যায়। বেহাল রাস্তার জন্য কার্যত স্কুলে যেতে পারে না ছাত্র ছাত্রীরা। বারবার বিভিন্ন রাজনৈতিক দলের প্রশাসনের কাছে এ কথা জানিয়েও কোনো রকম সুরাহা মেলেনি।তাই বাধ্য হয়ে রাস্তা সারানোর দাবীতে  রাস্তায় বিক্ষোভ শুরু করেন গ্রামবাসীরা। বেহাল রাস্তায় ধান গাছ রোপন করে প্রতিবাদে সামিল হন কয়েকশো গ্রামবাসীরা। স্থানীয়দের দাবী, দ্রুতই এই রাস্তার মেরামতি করা হোক।  

{link}

ইতিমধ্যেই পঞ্চায়েতের তরফ থেকে ওই রাস্তার মেরামতির জন্য  টাকা বরাদ্দ করে দেওয়া হয়েছে। খুব দ্রুতই রাস্তা মেরামতির কাজ শুরু করে দেওয়া হবে বলে জানান স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান কৌশিক পাল। যদিও স্থানীয় মানুষেরা পঞ্চায়েতের এই প্রতিশ্রুতিতে কর্ণপাত করছেন না। দশ বছর ধরে যে রাস্তা মেরামতি না হয়ে পড়ে রয়েছে তা  একদিনে কি করে হবে? তা নিয়ে উঠেছে প্রশ্ন।
{ads}

News Dhaspara South 24 Pargana West Bengal India দক্ষিন ২৪ পরগনা সংবাদ

Last Updated :