header banner

WBJEE-তে প্রথম হাওড়ার বালির বাসিন্দা হিমাংশু শেখর

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ মাধ্যমিকে সপ্তম স্থান অধিকারের পর পশ্চিমবঙ্গ জয়েন এন্ট্রান্স পরীক্ষায় এবার প্রথম স্থান পেল বালির বাসিন্দা হিমাংশু শেখর। ব্যারাকপুরের সেন্ট্রাল মডেল স্কুলের ছাত্র হিমাংশুর সাফল্যে আনন্দের বাঁধ ভেঙেছে তাদের বালি দেওয়ানগাজি রোডের ফ্ল্যাটে।

{link}

 ছোট্ট পরিবারে বড় ছেলে হিমাংশু যে এতবড় সাফল্য পাবে তা যেন বিশ্বাসই করতে পারছেন না মা অনিতা প্রসাদ ও বাবা উপেন্দ্র প্রসাদ। বাবা উপেন্দ্র প্রসাদ হাওড়া স্টেশনের স্টেশন মাস্টার। তিনি নিজের অফিসে কর্মরত অবস্থাতেই ছেলের বড় সাফল্যের খবর পান। হিমাংশু জানিয়েছে, সিবিএসইর চূড়ান্ত পরীক্ষার প্রস্তুতির পাশাপাশি জয়েন্টের জন্যও প্রস্তুতি নিয়েছিল সে। তবে মূলত সর্বভারতীয় জয়েন্ট মেন ও অ্যাডভান্সের ফলের দিকেই এখন অপেক্ষায় আছে হিমাংশু। ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে ভবিষ্যতে নিজেকে সে শিল্পোদ্যোগী হিসেবে গড়ে তুলতে চায়।

{link}

এবছর জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় প্রথম এবং দ্বিতীয় দুজনের নামই হিমাংশু শেখর। জয়েন্টের মেধা তালিকায় প্রথম ১০ এর মধ্যে ৬ জন রয়েছে সিবিএসসি বোর্ডের। আইএসসি বোর্ডের ২ জন এবং পশ্চিমবঙ্গ বোর্ডের ২ জন। পশ্চিমবঙ্গের মধ্যে সেরা ফল করেছে উত্তর ২৪ পরগনা। এরপর সেরা ফলের তালিকায় রয়েছে কলকাতা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং হুগলী।

{ads}   
 

News WBJEE Himangshu Shekhar Central Model School Barrackpore Bali Dewangazi road Howrah West Bengal India বালি হাওড়া সংবাদ

Last Updated :