header banner

সাগরে পানীয় জলের সমস্যা মেটাতে প্রধানদের নিয়ে বৈঠক বিডিওর

article banner

নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ ২৪ পরগনাঃ গ্রীষ্মকালের শুরুতেই সাগরের বিভিন্ন জায়গায় একের পর এক নলকূপ অকেজো হয়ে পড়ছে। ফলে পানীয় জলের সংকটে ভুগছে বহু মানুষ। তাই পানীয় জলের সমস্যা মেটাতে গ্রাম পঞ্চায়েতের প্রধানদের নিয়ে বৈঠক করলেন সাগরের বিডিও। এদিন সাগরের ৯টি গ্রাম পঞ্চায়েতের প্রধান দের সঙ্গে বৈঠক করলেন সাগরের বিডিও সুদীপ্ত মণ্ডল।

{link}

মূলত পানীয় জলের সমস্যার সমাধান নিয়েই আলোচনা হয় এই বৈঠকে। প্রশাসন সূত্রে খবর, পঞ্চায়েত প্রধানদের সঙ্গে কথা বলে যে সকল এলাকায় নলকূপ বিকল রয়েছে সেইসব এলাকাগুলিকে নলকূপ এর তালিকায় ইতিমধ্যেই আওতাভুক্ত করা হয়েছে। এছাড়াও বিকল নলকূপগুলি দ্রুত সারানোর পরিকল্পনা করা হয়েছে। এদিন বৈঠকে বিডিও বলেন, প্রয়োজনীয় সমস্ত এলাকায় নতুন নলকূপ বসানো হবে। তাছাড়া সরকারি জলস্বপ্ন প্রকল্পের মাধ্যমে, বাড়ি বাড়ি পরিশুদ্ধ পানীয় জল সরবরাহ করা হবে এমনটাও এই বৈঠকে আলোচনা করা হয়। জনস্বাস্থ্য কারিগরি দপ্তর সূত্রে খবর, সাগর ব্লকের নটি গ্রাম পঞ্চায়েত এলাকায় নলবাহিত পানীয় জল সরবরাহের কাজ চলছে। ইতিমধ্যে প্রায় ৪০ শতাংশ কাজ হয়ে গিয়েছে। ২০২৪ সালের মধ্যে প্রত্যেক বাড়ি বাড়ি জল পৌঁছে যাবে। প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা করতে সমস্ত পঞ্চায়েত স্তরের  কর্মীদের ও সদস্যদের প্রস্তুত থাকার কথাও এই দিন বলা হয়েছে।

{link}

 প্রশাসন সূত্রে খবর, নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের বিপর্যয় মোকাবিলার প্রশিক্ষনের ব্যবস্থা করবে পঞ্চায়েত। প্রত্যন্ত ঘোড়ামারা দ্বীপের বাসিন্দাদের মাসে দুবার করে প্রশিক্ষণ দেওয়া হবে। এলাকার বেহাল নদীবাঁধ গুলি ইতিমধ্যেই চিহ্নিত করে দ্রুত মেরামত এর ব্যাপারেও এই দিনের বৈঠকে আলোচনা করা হয়। এই বিষয়ে সাগরের বিডিও সুদীপ্ত মণ্ডল বলেন, প্রতিবছর গরমে পানীয় জলের সংকট দেখা দেয় এলাকায়। কোথায় কোথায় সমস্যা রয়েছে তা ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে। খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান করা হবে।

{ads}
 

News Water crisis Suffering many people Sagar gram panchayet BDO South 24 Pargana West Bengal India দক্ষিণ ২৪ পরগনা সংবাদ

Last Updated :