header banner

শিব জ্ঞানে জীব সেবা

article banner

"শিব জ্ঞানে জীব সেবা" এই ব্রত কে সামনে রেখে আবার আর্ত মানুষদের উদ্দেশ্যে সাহায্যের হাত বাড়িয়ে দিল বেলুড় মঠ। কার্যত লকডাউন পিরিয়ড চলাকালীন বেলুড়ের স্থানীয় কর্মহীন হয়ে পড়া মানুষদের সাহায্যার্থে এগিয়ে এলেন বেলুড় রামকৃষ্ণ মঠ ও মিশন। আজ বেলুড় মঠ ও রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে আজ বেলুড় মঠ চ্যারিটেবল ডিসপেনসারি থেকে লকডাউন এ কর্মহীন হয়ে পড়া মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। এই খাদ্য সামগ্রী প্রদান অনুষ্ঠান চলবে প্রায় ৭থেকে ১০ দিন। প্রতিদিন ১০০থেকে ১২০ জন মানুষের হাতে তুলে দেওয়া হবে নানান রকম খাদ্য সামগ্রী। স্বামী বোধসরানান্দ জি,স্বামী সত্যেসানন্দ জি ও স্বামী শ্রদ্ধাময়নন্দ জি মহারাজদের উপস্থিতিতে আনুষ্ঠানিক উদ্বোধন হয় এই ত্রান কার্যালয়ের। এবং আজ থেকেই বিপুল সংখ্যক মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তারা।

{link}
উল্লেখ্য বিষয় এর আগেও কোভিড ও কোভিড সম্পর্কিত বিষয়ে একাধিকবার মানুষের পাশে এসে দাঁড়াতে দেখা গেছে বিলুড় মঠ ও মিশনকে। কোভিডের দ্বিতীয় ঢেউয়ের পরে প্রথমেই বেলুড় মঠের পক্ষ থেকে একটি অস্থায়ী ৫০ শয্যা বিশিষ্ট সেফ হোম নির্মান করা হয়, তারপর কম পয়সায় আরটি-পিসিআর টেস্ট করার সুবিধাও করে দেওয়া হয় রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে। এবং এরপর আবারও সমাজের আর্থিকভাবে অসহায় মানুষের জন্য খাদ্যের ব্যাবস্থা করতে অগ্রগন্য অবস্থায় লক্ষ্য করা গেল বেলুড় মঠ কে। 

{ads}
 

Belur Math Ramkrishna Mission News West Bengal India coronavirus covid 19 pandemic lockdown social works সংবাদ লকডাউন ত্রান কার্য বেলুড় মঠ

Last Updated :