header banner

হাওড়া জেলায় বাজ পড়ে মৃত ২, আহত ৩

article banner

হাওড়ায় বাজ পড়ে মৃত ২। আহত হয়েছেন ৩ জন, ১ জন আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাওড়া জেলা হাসপাতালে। দুর্ঘটনার সম্মুখীন হয়েছে বালিটিকুরি ২নম্বর রামকৃষ্ণ পল্লি সেখপাড়ার বাসিন্দা রেবা বিশ্বাস ও তার ছেলে অশোক বিশ্বাস। অশোক বিশ্বাসের ঘটনাস্থলেই মৃত্যু হয়।

{link}
স্থানীয়দের মতে মাঠে চাষের কাজ করছিলেন তারা। বাজ পড়তে শুরু করলে সেখান থেকে ফেরা পথেই বিপদ ঘটে। বাজ পড়লে ঘটনাস্থলেই অশোকের মৃত্যু হয়। গুরুতর আহত মা রেবা বিশ্বাস হাওড়া জেলা হাসপাতালে ভর্তি। এই ঘটনায় তারা ছাড়াও আরও দুইজন আহত হন। তাঁদের হাত পুড়ে যায়, তারাই কোনভাবে এসে বাকিদের ঘটনার কথা জানান। অন্যদিকে রাস্তা দিয়ে হেঁটে আসার সময়ে বাজ পড়ে মৃত্যু হয় বাকসাড়া সাতঘড়া এলাকায় বাসিন্দা সবিতা বেরার। আজ দুপুরে হঠাতই তিব্র বেগে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি নামে কলকাতা হাওড়া সহ বঙ্গের একাধিক জেলায়। সেই বৃষ্টিভেজা শহরে যখন সোশ্যাল মিডিয়া জুড়ে প্রকৃতিপ্রেমীদের পোস্ট শুরু হয়েছে একের পর এক তখনই প্রকৃতির রোষে প্রান হারাতে হল ২ জন মানুষকে। একজন মা হারালেন তার সন্তানকে, যিনি নিজেও এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। হায়রে বিধাতা... এ কেমন বিচার ? 

{ads}

Howrah News Lightning Strike Weather Report News West Bengal India সংবাদ বাজ পড়ে মৃত্যু

Last Updated :