header banner

আংশিক বলা হলেও, রাজ্যে কার্যত ঘোষিত পূর্ন লকডাউন

article banner

আংশিক নয়, এবার কার্যত পূর্ন না হলেও কড়াকড়িভাবেই লকডাউনের পথে হাঁটল রাজ্য সরকার। আগামীকাল থেকে ৩০শে মে পর্যন্ত ঘোষিত হল লকডাউন। একমাত্র জরুরী পরিষেবা ব্যাতিত সমস্ত পরিষেবা বন্ধ থাকবে, বন্ধ সমস্ত পরিবহন ব্যাবস্থা। আজ নবান্নের বৈঠকে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে এই কথা ঘোষনা করেছেন। যে সমস্ত নির্দেশিকা জারি করা হয়েছে সেগুলি একনজরে- 
•    বন্ধ করা হল সমস্ত গণপরিবহণ, শুধুমাত্র জরুরি পরিস্থিতিতেই মিলবে পরিবহণ পরিষেবা।
•    বন্ধ থাকবে সমস্ত সরকারি ও বেসরকারি অফিস, এর পাশাপাশি কলকারখানাও বন্ধ থাকবে আগামী ১৫ দিনের জন্য।
•    বন্ধ স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়-সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান।
•    রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত রাজ্যে জারি থাকবে নাইট কারফিউ। 

যার ফলে সরাসরিভাবে না ঘোষনা করলে কড়া লকডাউনেরই আবহ রাজ্যে আগামীকাল থেকে। কোভিড সংক্রমন রূখতে কড়া পদক্ষেপে দিল্লি ন্যায় লকডাউনের পথেই হাঁটল রাজ্য। সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত খোলা থাকবে বাজার। বন্ধ সমস্ত শপিং মল থেকে বিউটি পার্লার এবং রেস্তোরা। সেই সময়েই মধ্যেই করে নিতে হবে সমস্ত বাজার দোকান। জরুরী কাজ ছাড়া বাইরে বের হওয়া কার্যত নিষেধ। কিন্ত একদিক থেকে কার্যত মানুষের মধ্যে সচতনতা বেড়েছে এ কথা স্পষ্ট।

{link}
কিন্তু অন্যদিকে আবার চিন্তায় পড়বেন রাজ্যের দিন আনা দিন খাওয়া মানুষজন। নিত্য রোজগারে যাদের দিন চলে তাদের মাথায় কার্যত চিন্তার ভাঁজ। কিভাবে চলবে জীবন ? উঠছে প্রশ্ন  
{ads}

West Bengal Lockdown News Breaking News Covid-19 Coronavirus সংবাদ লকডাউন করোনাভাইরাস

Last Updated :