header banner

মীরজারফদের ছাঁটাই শুরু ঘাসফুলে

article banner

আগেই বলা হয়েছিল মিরজাফরফদের আর দলে ঠাঁই হবে না। সেই মতোই ভোট শেষ হতেই ছাঁটাইয়ের কাজ শুরু ঘাসফুল শিবিরে। অভিযোগ, কিছুদিন আগেই শেষ হওয়া বিধানসভা নির্বাচনে টাকা নিয়ে তাঁরাই চেষ্টা করেছেন বিজেপিকে জেতাতে। অর্থাৎ সর্ষের মধ্যেই ভূত, কিন্তু এবার বিরুদ্ধ পদক্ষেপ।  দলবিরোধী এই কাজের জন্য বহিষ্কার করা হল তৃণমূল পরিচালিত কালিয়াচক ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতিকে। তাঁর সঙ্গে সঙ্গে বহিষ্কার করা হয়েছে তৃণমূলের আরও চার নেতানেত্রীকে। অন্যদিকে বহিষ্কৃত পঞ্চায়েত সমিতির সভাপতির দাবি, প্রতিহিংসাবশত এই বেআইনি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

{link}
তৃণমূল সূত্রে খবর, দলের বিভিন্ন পদে থেকেও ওই পাঁচ নেতানেত্রী বিজেপির হয়ে কাজ করেছেন ওই পাঁচজন। তালিকায় যে নামগুলি উঠে এসেছে তা হল, পঞ্চায়েত সমিতির সভাপতি টিংকু রহমান বিশ্বাস, জেলা পরিষদ সদস্য ও বিদ্যুৎ কর্মাধ্যক্ষ চম্পা মণ্ডল, তাঁর স্বামী ও জেলা পরিষদের প্রাক্তন সদস্য দ্বিজেন মণ্ডল, গঙ্গাপ্রাসাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান আমিনুল ইসলাম ও হামিদপুর গ্রাম পঞ্চায়েতের প্রদান জুলেখা বিবি। এদিন রীতিমতো সভা ডেকে রেজুলেশন করে এই সিদ্ধান্ত নেয় ব্লক তৃণমূল নেতৃত্ব। অর্থাৎ সোজাসুজিই সর্বসমক্ষে তাদের দল থেকে বহিস্কার করা হল। 


এই প্রসঙ্গে কালিয়াচক ২ নম্বর ব্লক তৃণমূল সভাপতি সুধীর দাস বলেন, অন্য দল থেকে টাকা নিয়ে এই পাঁচজন দলবিরোধী কাজ করেছেন, যা কখোনই মেনে নেওয়া উচিত নয়। এঁদের বহিষ্কারের সিদ্ধান্তের কথা দলের জেলা সভানেত্রী মৌসম বেনজির নুরকে জানানো হয়েছে। জানানো হয়েছে মোথাবাড়ি কেন্দ্রের বিধায়ক ও রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনকেও।  

{link}
এ ব্যাপারে বহিষ্কৃত পঞ্চায়েত সমিতির সভাপতি টিংকু রহমান বিশ্বাস বলেন, রাজনৈতিক প্রতিহিংসাবশত আমার বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটা বেআইনি। তাঁর অভিযোগ, এটা সাবিনা ইয়াসমিন গোষ্ঠীর কাজ। তিনি বলেন, দলীয় আইন অনুযায়ী ব্লক কমিটি এভাবে আমাকে বহিষ্কার করতে পারে না। সাবিনা বলেন, এ ব্যাপারে লিখিত কিছু এখনও পাইনি। পেলে জেলা কমিটিতে বসে সিদ্ধান্ত নেওয়া হবে।


অর্থাৎ সবদিক বিচার করে দেখলে এখনও কিন্তু স্পষ্ট নয় চিত্র। তবে ভোটের পর থেকেই যে দলবিরোধী কাজকর্ম করার জন্য ছাঁটাই ঘাসফুল শিবিরে শুরু হয়ে গেছে একথা স্পষ্ট। এখন কোন কোন বড়ো নাম এই তালিকায় উঠে আসে তাই দেখার বিষয়। 

{ads}
 

News West Bengal TMC Mamata Banerjee Politics রাজনীতি সংবাস India BJP

Last Updated :