header banner

শুক্রবার রাতে ত্রিপুরায় অভুক্ত মানুষদের আহার প্রদান, শিব জ্ঞানে জীব সেবা অব্যাহত বেলুড় মঠের

article banner

“জীবে প্রেম করে যেই জন সেইজন সেবিছে ঈশ্বর”- রামকৃষ্ণদেবের আদর্শে অনুপ্রাণিত হয়ে এই বানী মানুষের সামনে তুলে ধরেছিলেন স্বামী বিবেকানন্দ। সেই আদর্শেই অনুপ্রাণিত হয়ে বেলুড়ের মঠ ও মহারাজেরা আজও নিঃস্বার্থভাবে মানুষের সেবা করে চলছেন। সমাজের যখনই বিপদ সামনে এসে দাঁড়িয়েছে মানুষের, তখনই মানুষ তার পাশে পেয়েছে এই ধর্মীয় প্রতিষ্ঠানকে।

{link}
করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর থেকেই বিভিন্নভাবে মানুষের পাশে দাঁড়াতে লক্ষ্য করা গেছে বেলুড় মঠ ও রামকৃষ্ণ মিশনকে। শুক্রবার রাতেও ত্রিপুরার আগরতলায় ফুটপাতবাসী অভুক্ত মানুষদের হাতে খাবার তুলে দেওয়া হল রামকৃষ্ণ মিশনের বিবেকনগর শাখার উদ্যোগে। রাতে ওই স্থানে বহু মানুষই অভুক্ত অবস্থায় থাকেন। তাদের দিকেই গতকাল সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন বেলুড় মঠের ওই শাখার মহারাজেরা। 

{link}
এবং এহেন সমাজসেবামূলক কাজ এই পরিস্থিতিতেই প্রথম নয় এর আগেও বহুবার বেলুড় মঠকে যখনই দেশের মানুষ বিপদে পড়েছে তখনই এগিয়ে আসতে দেখা গেছে তাদের। এবং এইভাবেই ভবিষ্যতেও তাদের মানুষ পাশে পাবে বলেই আশাবাদী। 

{ads}
 

News West Bengal Belur Math Ramkrishna Mission Tripura Agatala Covid 19 coronavirus covid 19 pandemic India সংবাদ করোনাভাইরাস বেলুড় মঠ

Last Updated :