header banner

যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য নদীয়ার চাপড়া এলাকায়

article banner

নিজস্ব সংবাদদাতা, নদীয়া: দুর্ঘটনা নাকি পরিকল্পিত খুন, মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে নদীয়ার চাপড়ায়। মৃতের নাম লালন শেখ, বয়স আনুমানিক ৩৫ বছর। তিনি নদীয়ার চাপড়া থানার হাতিশালা গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার সকালে ধুবুলিয়ার কাছ থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, পথ দুর্ঘটনার কারণে ওই যুবকের মৃত্যু হয়েছে। 

{link}

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তিনি ওই এলাকায় তৃণমূলের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত। কিছুদিন আগেই হাতিশালা গ্রাম পঞ্চায়েতে অনাস্থা ভোট হয়। সেখানেই তৃণমূলের পরিচালিত বোর্ড ভেঙে নতুন তৃণমূলেরই পরিচালিত বোর্ড গঠন হয়। আর সেই নির্বাচনেই সক্রিয় ভূমিকা নিয়েছিলেন লালন শেখ। তিনি রাজনীতি করার পাশাপাশি একটি হোটেল চালাতেন। ধুবুলিয়ায় তার একটি নিজস্ব হোটেল রয়েছে। জানা যায়, গতকাল রাত তিনটের সময় ওই এলাকার আরেক তৃণমূল কর্মী তাকে আরেকটি নতুন হোটেল দেখানোর নাম করে বাড়ি থেকে ধুবুলিয়ার দিকে নিয়ে যায়। এরপরেই বৃহস্পতিবার সকালে ক্ষতবিক্ষত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। খবর জানাজানি হতেই পলাতক অভিযুক্ত তৃণমূল কর্মী। পরিবারের অভিযোগ, এটি পথ দুর্ঘটনা নয় তাদের যুবককে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। 

{link}

বর্তমানে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি এই ঘটনার সত্যতা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই পুলিশ অভিযুক্তের খোঁজে চিরুনি তল্লাশি চালাচ্ছে। এটি কী আদৌ খুন নাকি পথ দুর্ঘটনার কারনেই মৃত্যু হয়েছে তার? পুরো ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ। 
{ads}

News Road accident Nadia Dhubulia police station West Bengal India নদীয়া সংবাদ

Last Updated :