header banner

হাওড়া জুট মিলের গেটে বিক্ষোভ শ্রমিকদের

article banner

নিজস্ব সংবাদদাতা,হাওড়াঃ চক্রান্ত করে মিল বন্ধ করা হয়েছে, এমনই অভিযোগে হাওড়া জুট মিলের গেটে বিক্ষোভ শ্রমিকদের। সোমবার সকাল থেকেই বিক্ষোভ দেখায় মিলের শ্রমিকরা। দ্রুত মিল খোলার দাবিতে জুটমিলের গেটে ঢোকার সময় মিলের ম্যানেজারকে আটকে বিক্ষোভ দেখানো হয় বলেও অভিযোগ।

{link}

এদিন ইউনিয়নের কর্মী রবি দাস জানান, এই মুহুর্তে প্রায় আড়াই হাজার শ্রমিক কর্মহীন। কয়েক কোটি টাকার বিদ্যুৎ বিল বকেয়া থাকায় গত ফেব্রুয়ারিতে বিদ্যুতের লাইন কেটে দেয় সিইএসসি। এরপর থেকেই সাসপেনশন অব ওয়ার্কের নোটিশ দিয়ে মিল বন্ধ করে দেয় মালিকপক্ষ। ২০১৫ সাল থেকেই প্রায় ৬ বার মিল বন্ধ হয়ে যায় বলে অভিযোগ। শেষ খুলেছিল এ বছরের ১০ই ফেব্রুয়ারি। তিনি আরও জানান,গোডাউনের সমস্ত মাল বিক্রি করে দেওয়া হচ্ছে,কিন্তু মিল খোলার কোন ইচ্ছে দেখাচ্ছে না মালিকপক্ষ। এ বিষয়ে বহুবার মিটিং হয়েছে কিন্তু তাতেও কোন লাভ হয়নি। সে কারণেই আজ তারা বাধ্য হয়ে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন।

{link}

কর্মীদের অভিযোগ, পিএফ সহ বহু বেতনের টাকা বাকি রেখেছে কোম্পানি। সেইসমস্ত টাকা তাদের মিটিয়ে দেওয়া হোক। তাদের দাবি, যত দ্রুত সম্ভব মিল খুলুক। নচেৎ এই আন্দোলন জারি থাকবে। দরকার হলে তারা এর থেকেও বৃহত্তর আন্দোলন করবেন বলে জানান।

{ads}   

 
 

News Workers at the gate of Howrah jute mill have been protesting Howrah West Bengal India হাওড়া সংবাদ

Last Updated :