header banner

ঘুর্নিঝড় ইয়াশের আজকের সার্বিক চিত্র, দেখে নিন এক ঝলকে

article banner

ইয়াসের প্রভাব কতটা ভয়ংকর হতে পারে সে সম্পর্কে পূর্নাঙ্গ ধারনা পাওয়া এই মুহূর্তে কঠিন। আমফানের দগদগে স্মৃতি এখন মেলায়নি এখনও। তার এক বছর কাটতে না কাটতেই কলকাতা সহ তার পার্শব্বর্তি কয়েকটি জেলা পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনা সহ  হাওড়া, হুগলীর তে বসবাসকারী মানুষের উপর চোখ রাঙাচ্ছে আরও এক ভয়ঙ্কর সাইক্লোন, যার নাম ইয়াস। যেহেতু এখনও স্মৃতির পাতায় আমফানের ধ্বংস লীলা ম্লান হয়ে যায়নি, এরই মাঝে ইয়াসের তান্ডব কতটা ভয়ঙ্কর হবে এই নিয়েই উদ্দ্যেগ বাড়ছে সাধারন মানুষের মধ্যে। ভোর রাত থেকে ইয়াসের প্রভাব, মেঘলা আকাশ, মাঝে মাঝে দু-এক পশলা বৃষ্টি, বাড়ছে নদীর জল। তার সাথেই বাড়ছে সামুদ্রিক জলচ্ছ্বাস। নদী কিংবা সমুদ্র তীরবর্তী এলাকার বসবাসকারী মানুষকে দ্রুত নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাচ্ছে প্রশাসন। ইয়াসের প্রথম পর্বের আগমনের চিত্রটা দেখলে বুক কেঁপে ওঠা স্বাভাবিক। এবং আজকের সারাদিনে যে চিত্র রাজ্যের বিভিন্ন যায়গা থেকে আমাদের কাছে এসে ধরা দিয়েছে তা কিছুটা এইরকম-

দীঘা
দীঘার সমুদ্রসৈকতের যে ছবি সংবাদমাধ্যমে উঠে এসেছে মানুষের সামনে তা তিব্র জলোচ্ছ্বাসের। সকাল থেকেই দীঘার সমুদ্রের তিরে আছড়ে পড়ছে সমুদ্রের জলের ঢেউ। ইতিমধ্যেই পরিস্থিতির কথা মাথায় রেখে সমুদ্রসৈকতের পার্শব্বর্তী অঞ্চলে বসবাসকারী মানুষদের নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া যাওয়া হয়েছে। আজকে দীঘার ছবি কার্যত উত্তাল সমুদ্রের- 


ফ্রেজারগঞ্জ
বঙ্গের অন্যতম সুপরিচিত এই পর্যটন কেন্দ্র আজ কোভিড ও ইয়াশের কারনে সম্পূর্ন জনশূন্য। এর পাশাপাশি আগাম সতর্কতা মেনে মেরামত করা হচ্ছে বাঁধ, সেই কাজে হাত লাগিয়েছেন স্থানীয় মানুষেরাও। বিপর্যয় মোকাবিলায় সচেষ্ট সাধারন মানুষ থেকে শুরু করে প্রশাসন, সকলেই। দেখুন সেই ছবি- 


বকখালি
বকখালি সর্বদাই রাজ্যের মানুষের কাছে পরিচিত নাম। সেই সুন্দরবনের পার্শব্বর্তী অঞ্চলেই কার্যত দাপিয়ে বাড়াচ্চে ইয়াশের ভয়। ইতিমধ্যেই এলাকার নিরাপত্তা এবং দুর্যোগ মোকাবিলার উদ্দেশ্যে এলাকায় উপস্থত হয়েছেন বিপর্যয় মোকাবলা বাহিনী। দেখুন সেই ছবি- 


সবমিলিয়ে একথা স্পষ্ট যে এই মুহূর্তে যশ না প্রবেশ করলেও তার আভাস পাওয়া যাচ্ছে বঙ্গের বুকে। বৃষ্টি, উত্তাল সমুদ্র সবেতেই ইঙ্গিত রয়েছে তার আসার। কিন্তু ভয় পাওয়ার নয় সাহস নিয়ে লড়াই করার মানসিকতা প্রয়োজন। প্রয়োজন নিজের উপর আস্থা রাখার। 

{ads}
 

Yaas Cyclone Yasa Cyclone Yasa Update News Howrah Hooghly West Bengal. India. সংবাদ ইয়াস ঘুর্নিঝড় ইয়াশ

Last Updated :