header banner

নদীয়ায় পৌরসভার সরবরাহ করা দূষিত জল খেয়ে মৃত্যু এক মহিলার

article banner

নিজস্ব সংবাদদাতা, নদীয়া : পৌরসভার জল খেয়ে অসুস্থ হয়ে এক মহিলার মৃত্যুর অভিযোগ নদীয়ায়। মৃত মহিলার নাম সুধা রানী দাস। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে নদীয়ার শক্তিনগরে। ঘটনাটি ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। এই ঘটনায় পৌরসভার উপর রীতিমতো ক্ষুব্দ হয়ে উঠেছে এলাকাবাসী। 

{link}

স্থানীয় সূত্রে খবর, শুক্রবার ১৫ নম্বর ওয়ার্ডে জল খাওয়ার পর ৮ জন অসুস্থ হয়ে ভর্তি হয় শক্তিনগর জেলা হাসপাতালে। তাদের মধ্যেরই একজন ছিলেন সুধা রানী দাস। শুক্রবার রাতেই তার মৃত্যু হয়। মৃত্যুর সঠিক কারণ না জানা গেলেও পরিবার ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পৌরসভার সরবরাহ করা  জল খেয়েই অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর হাসপাতালে নিয়ে আসার পর মৃত্যু হয় তার। তাদের প্রাথমিক অনুমান, পৌরসভার সরবরাহ করা  জল খেয়েই মৃত্যু হয়েছে তার। এ প্রসঙ্গে স্থানীয় কাউন্সিলার জানান, অনেকদিন ধরেই পৌরসভা থেকে দূষিত জল সরবরাহ করা হচ্ছে। জলে আয়রন বেশি থাকে, ঘোলা জল সরবরাহ করা হয়। এই জল খেয়ে অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। এই সমস্যার কথা পৌরসভায় তিনি বহুবার জানালেও কোনো লাভ হয়নি। 

{link}

বেশ কিছুদিন ধরে গঙ্গার জল শোধন করে সরবরাহ করা শুরু হয়েছে। সেই জল খাওয়ার পর থেকেই স্থানীয়রা অসুস্থ হয়ে পড়ছেন। স্থানীয়রা দাবী করেন পুনরায় মাটির তলার জল সরবরাহ করা হোক। স্থানীয়দের কথা মতো গঙ্গার জল শোধন করে সেই জল সরবরাহ করা স্থগিত রাখা হয়েছে। মাটির তলা থেকে জল তুলে সেই জলই সরবরাহ করা হচ্ছে। এর পাশপাশি জলের পরীক্ষা-নিরীক্ষা করেও দেখা হচ্ছে। 
{ads}

News Death Saktinagar Nadia West Bengal India নদীয়া সংবাদ

Last Updated :