header banner

ভাইরাল অযোগ্য শিক্ষক ও শিক্ষিকাদের নিয়োগের তালিকা, চণ্ডীপুরে আত্মঘাতী শিক্ষিকা

article banner

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর:  রাজ্যে নবম-দশম শিক্ষক-শিক্ষিকা নিয়োগ দুর্নীতির মামলায় মামলা চলছে হাইকোর্টে। সেই তালিকায় নাম দেখে আত্মঘাতী হলেন এক শিক্ষিকা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর চণ্ডীপুরে। রবিবার বিকেলে চণ্ডীপুরে একটি ভাড়া বাড়ি থেকে ওই শিক্ষিকার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে ওই শিক্ষিকার নাম টুম্পারানী মণ্ডল ( ৩০)। তার বাড়ী চণ্ডীপুর থানার কাশিমপুর গ্রামে। কিন্তু বাপের বাড়ী চণ্ডীপুর থানার বুরুন্দা গ্রামে। স্বামীর সাথে চণ্ডীপুরে একটি ভাড়াবাড়ীতে থাকতো সে। পেশায় মৃত টুম্পারানী মণ্ডল নন্দীগ্রামের দেবীপুর মিলন বিদ্যাপীঠের বাংলার শিক্ষিকা। 

সূত্রের খবর, সাম্প্রতিক কয়েকদিন আগে স্কুল সার্ভিস কমিশনের চাকরি পাওয়া অযোগ্য ১৮৩ জনের শিক্ষক শিক্ষিকাদের তালিকা প্রকাশ করা হয়। কমিশনের ওয়েবসাইটে ওই তালিকা প্রকাশ করা হয়। শুধু তালিকা প্রকাশ করাই নয়, অযোগ্য ওই প্রার্থীরা কোথায় চাকরি করছেন সেই তালিকার একটি লিস্ট ভাইরাল হয় সোশ্যাল মিডিয়া।  

{link}

এই ঘটনার পর শনিবার ওই শিক্ষিকা স্কুলে যায়নি৷ রবিবার বিকেলে ওই ভাড়াবাড়ী থেকে স্বামী বেরিয়ে গেলে গলায় লাইলন দড়ি ফাঁস লাগিয়ে ঝুলে পড়েন ওই শিক্ষিকা। কিছুক্ষণ পর ফিরে এসে স্বামী ডাকাডাকি করলেও মেলেনি কোন সাড়া। বাড়ী দরজা ভেঙে তিনি দেখেন স্ত্রীর দেহ ঝুলন্ত অবস্থায় রয়েছে। তড়িঘড়ি করে উদ্ধার করে তাকে চণ্ডীপুর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। আজ অর্থাৎ সোমবার মৃত শিক্ষিকার মৃতদেহ ময়নাতদন্তের জন্য তমলুক জেলা হাসপাতালে পাঠাবে চণ্ডীপুর থানার পুলিশ। 

জানাগেছে, ২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তির ভিত্তিতে নবম-দশম শ্রেণিতে শিক্ষক নিয়োগে টুম্পারানি মণ্ডল চাকরি পেয়েছিলেন। ২০১৯ সালে নন্দীগ্রামের ওই হাইস্কুলে তিনি শিক্ষিকা পদে যোগ দেন। টুম্পাদেবী বাংলায় শিক্ষিকা ছিলেন। টুম্পারানির এক আত্মীয় বলেন "নবম দশমের স্কুল শিক্ষকদের তথ্য যাচাই সংক্রান্ত একটি তালিকা কয়েক দিন আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই তালিকায় টুম্পারানির নাম ছিল। তার জেরে তিনি মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন। শনিবার স্কুলেও যাননি। তারপর রবিবার সন্ধ্যায় এই ঘটনা" চণ্ডীপুর থানার এক পুলিশ আধিকারিক বলেন " মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে"। সম্পূর্ন ঘটনায় শোকের আবহ পরিবারে। 

{ads}

News East Midnapore TET Scam West Bengal সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article