header banner

Bally : আবার সকালেই আগুনের সংবাদ

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক :  আবার সকালেই আগুনের সংবাদ। এবার বালিতে। বালি স্টেশন সংলগ্ন বাস স্ট্যান্ডের পাশের গ্যারেজে আগুন লাগে। দাহ্য পদার্থ মজুত থাকায় নিমেষে আগুন ছড়িয়ে পড়ে। ভয়াবহ আকার নেয় সেই আগুন। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

{link}

আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। দমকলের ধারণা কোনো দাহ্য পদার্থ থেকেই আগুন ছড়িয়ে পড়েছে। জানা গিয়েছে, বালি ঘাট স্টেশনের টিকিট কাউন্টারের ঠিক উল্টোদিকে বালিখাল বাস স্ট্যান্ড লাগোয়া গ্যারেজে আগুন লাগে। দ্রুত গ্য়ারেজের পাশেও আগুন ছড়িয়ে পড়ে। আশেপাশে যে ঝুপড়ি ছিল, সেগুলি পুড়ে ভস্মীভূত হয়ে যায়। ঝলসে যায় বেশ কয়েকটি বাসও।

{link}

সেখান থেকেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে গ্যারেজের পাশের ঝুপড়িগুলি, যেখানে মূলত ভাঙা জিনিসপত্র মজুত রাখা হত, তা সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। তবে অগ্নিকাণ্ডে কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলেই জানা গিয়েছে। তবে ক্ষতি হয়েছে ব্যাপক। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, দমকলের ছয়টি ইঞ্জিন এসে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

{ads}

News Breaking News Bally Bally Station সংবাদ

Last Updated :