header banner

বীরভূমে আটক আটটি মহিষ বোঝাই গাড়ি, তদন্তে সিউড়ি থানার পুলিশ

article banner

নিজস্ব সংবাদদাতা, বীরভূম: বালি, কয়লা,পাথর,গরু ইত্যাদি নানা পাচারকান্ডের সঙ্গেই রাজ্যের বীরভূম জেলা আপাতত ওতপ্রোত ভাবে জড়িত। তারমধ্যে গরু পাচারের অভিযোগে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মন্ডল আপাতত জেলে। কিন্তু তাসত্বেও বীরভূমে পাচার কার্য বন্ধ হয়নি। বৃহস্পতিবার বীরভূমের পাতরা গ্রামের কাছ থেকে মহিষ বোঝাই আটটি লরি আটক করে সিউড়ি থানার পুলিশ।

{link}

পুলিশ সূত্রে জানা যায়, এদিন বিহার থেকে ঝাড়খন্ড হয়ে আটটি লরিতে করে প্রায় শতাধিক মহিষ নিয়ে যাওয়া হচ্ছিল বীরভূমের উপর দিয়ে। সেই সময় সিউড়ি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে গাড়িগুলিকে নগরী গ্রাম পঞ্চায়েতের পাতরা গ্রামের কাছে আটক করে। এরপর ওই সব গাড়িগুলিকে নিয়ে যাওয়া হয় নগরী গ্রাম পঞ্চায়েতের বাতাসপুর এলাকায়। সেখানে একটি খামারে তাদের রাখার ব্যবস্থা করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, যে লরিগুলিতে এইভাবে মহিষগুলি আনা হচ্ছিল সেগুলির এক একটিতে প্রায় ১৭-১৮টি করে মহিষ রয়েছে।

{link}

পুলিশের অনুমান, মহিষগুলি পানাগরের দিকে নিয়ে যাচ্ছিল পাচারকারীরা। তাদের আরও অনুমান, বিহার এবং ঝাড়খন্ডের পুলিশকে টাকা দিয়ে এই সকল মহিষগুলি আনা হচ্ছিল। তবে ইডির অভিযোগ অনুযায়ী অনুব্রত মন্ডল যদি সত্যিই গরু পাচার কান্ডের সঙ্গে যুক্ত থাকেন তাহলে বীরভূমে এখনও পাচার কার্য কীভবে সম্ভব? আপাতত বীরভূম নিয়ে শুরু হয়েছে নতুন রহস্য। তদন্তে সিউড়ি থানার পুলিশ।

{ads}
 

News Buffaloes smuggling TMC Anubrata Mondal Siuri police station Birbhum West Bengal India সিউড়ি বীরভূম সংবাদ

Last Updated :