header banner

ট্রাক ভর্তি ১৫৬০ কিলো শব্দবাজি, পাচারের আগেই বাজেয়াপ্ত করল পুলিশ

article banner

নিজস্ব সংবাদদাতা, নদীয়া: সামনেই দুর্গাপুজো। আর দুর্গাপুজোর  ১৫ দিন পরেই শুরু হবে দীপাবলি। যার কারনে গোটা দেশে আলো ও বাজির চাহিদা রয়েছে বর্তমানে। তবে পরিবেশের কথা মাথায় রেখে শব্দ বাজির উপর নিষেধাজ্ঞা জারি করলেও তার ব্যবহার সম্পূর্ণ রূপে বন্ধ করা যাচ্ছে না এখনও। যার নিদর্শন মিলল নদীয়ায়। রবিবার নদীয়ায় বিপুল পরিমাণে নিষিদ্ধ শব্দবাজি আটক করল তাহেরপুর থানার পুলিশ।

{link}

সূত্রের খবর, ট্রাক বোঝাই বিপুল পরিমাণে শব্দবাজি পাচার করা হচ্ছিল ভিন রাজ্য অসমে। নিষিদ্ধ শব্দবাজি গুলি বারাসাত থেকে ট্রাক বোঝাই করে ভিন রাজ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে গোপন সূত্রে খবর পায় তাহেরপুর থানার পুলিশ। এরপরেই পুলিশ অভিযান চালিয়ে বাদকুল্লা থেকে ওই শব্দবাজি ভর্তি ট্রাকটিকে আটক করে। ট্রাকে তল্লাশি চালিয়ে দেখা যায় ট্রাকের মধ্যে ভর্তি ১৫৬০ কিলো নিষিদ্ধ শব্দবাজি। এরপরেই গ্রেফতার করা হয় গাড়ির চালককে। পাশাপাশি পুলিশ তদন্ত শুরু করেছে এই ঘটনায় কারা জড়িত রয়েছে। প্রসঙ্গত, বিভিন্ন উৎসব পূজা-পার্বনে বৈদ্যুতিক আলো প্রদীপ এর পাশাপাশি বিপুল পরিমাণে বাজি ফাটানো হয়। যার কারণে শব্দ দূষণের পাশাপাশি বিপুল পরিমাণে ক্ষতিগ্রস্ত হয় পরিবেশের। লাগামহীন শব্দবাজি ফাটানোর ফলে রাস্তার পশু পাখি থেকে শুরু করে হার্টের রোগীর মধ্যেও মারাত্মকভাবে ক্ষতির সম্ভাবনা দেখা যায়। সেই কারণে সরকার থেকে নিষিদ্ধ করা হয়েছে এই সমস্ত শব্দবাজি।

{link}

তবে সরকার থেকে বারবার নিষেধাজ্ঞা জারি করলেও গোপনে শব্দবাজির ব্যবহার ও পাচার হয়ে যাচ্ছে ক্রমাগত। একশ্রেণীর মানুষ গোপনে এই শব্দবাজি বানানো এবং তার ব্যবহারও করে চলেছে। যদিও প্রশাসন তৎপরতার সাথে পুজোর আগে বিভিন্ন বাজির দোকানে অভিযান চালিয়ে একাধিক নিষিদ্ধ বাজি আটক করে। তবুও রক্ষা যাচ্ছেনা নিষিদ্ধ শব্দ বাজির ব্যবহার।

{ads}     
 

News Fire works Taherpur police station Assam Barasat Nadia West Bengal India শব্দবাজি নদীয়া সংবাদ

Last Updated :