রাজ্যে ফের দেখা দিল মাওবাদি আতঙ্ক। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের ঘটনায় চাঞ্চল্য এলাকাজুড়ে। আজ গোয়ালতোড় থানার সারাবত অঞ্চলে হঠাতই চোখে পড়ে মাওবাদী নামাঙ্কিত পোস্টার। পোস্টার পড়েছে এলাকার স্থানীয় তৃণমূল এর অঞ্চল নেতৃত্ব অরুন পানের নামে। রীতিমতো প্রানঘাতী হুমকি দিয়ে লেখা হয়েছে এই দুই পোস্টারে। পোস্টার দুটিতে লেখা আছে, “অরুন পানের মাথা চাই” এবং “মাওবাদীদের প্রতিশ্রুতি পূরন না হওয়ায় তৃণমূলের ঝান্ডা ধরলে হাত কেটে নেওয়া হবে”। স্বাভাবিক ভাবেই পোস্টার চোখে পড়ার পর আতঙ্ক ছড়ায় এলাকাবাসীর মধ্যে।
{link}
ঘটনার খবর পাওয়ার পর মাওবাদীদের,পোস্টারগুলি গোয়ালতোড় থানার পুলিশ আধিকারিকরা উদ্ধার করেন। এই পোস্টার সম্বন্ধে স্থানীয় নেতারা জানান সম্পূর্ণ রাজনৈতিক বিষয় মাওবাদী বলে কিছু নেই এলাকায়। এতে অন্য কোন রাজনৈতিক চক্রান্ত থাকতে পারে বলেও মনে করছেন অনেকে। এই ঘটনার বিস্তারিত তদন্তে নেমছে গোয়ালতোড় থানার পুলিশ।
{ads}