header banner

দুর্নীতি মামলায় শাসক দলকে তোপ সেলিমের

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: “তৃণমূলে সবাই চোর জানতাম তবে। এখন বোঝা যাচ্ছে সেখানে চোরের শ্রেণীভেদ আছে।“ বৃহস্পতিবার সাঁকরাইলের দলীয় সভায় উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী ও তাঁর দলের নেতা মন্ত্রীদের উদ্দেশ্যে এভাবেই আক্রমন করেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। এর আগেও তিনি বারবার শাসক দলের নেতা মন্ত্রীদের আক্রমণ করেছেন।

{link}

বৃহস্পতিবার ভড়া সভায় তিনি বলেন,” রাজ্যের মানুষ জানতো তৃণমূলে সবাই চোর। তবে এখন দেখা যাচ্ছে সেখানে চোরেদের শ্রেণীভেদ আছে। কেউ দিদির কাছের চোর, কেউ বা ভাইপোর কাছের চোর।“ পাশাপাশি রাজ্যে সমবায় দফতরে কলকাতা হাই কোর্টে দাখিল হওয়া মামলার পরিপ্রেক্ষিতে অভিযোগ করে তিনি বলেন “রাজ্যের গ্রামীণ সমবায়গুলোতে চুরি করে সব ফাঁকা করে দেওয়া হয়েছে। যে জায়গাতে ইউনিয়ন রয়েছে সেগুলো বাদ দিয়ে বাকি সব কটাতে চুরির নজির তৈরী হয়েছে।“ তাঁর আরও দাবি,” কয়লা, গরু এসমস্ত খাতে নিজেরা ২৫% ও বাকি ৭৫% দলকে দিয়ে চুরির কথা আগেই শোনা গিয়েছিল। আর সেই কাজে সবচেয়ে বেশি সাহায্য করেছে থানার অধিকারিকরা।“ তিনি বলেন, দিনের পর দিন ভুয়ো চালানের মাধ্যমে সাধারণ মানুষকে লুট করা হয়েছে। সেই অর্থ ভাইপোর কাছে পৌঁছেছে।“

{link}

 শুধু এখানেই শেষ নয়, শাসক দলকে আক্রমণ করে তিনি আরও বলেন, তৃণমূলে কে কে চোর সেটা বলার চেয়ে একজনের নাম বলা ভালো যে সে চোর নয়, সেটা সহজ কাজ হবে। তিনি অভিযোগ করে বলেন, সারদা আর নারোদা কাণ্ডে যারা অভিযুক্ত সেই সব লোকেরা আজকে দলের নেতা সাংসদ ও মুখপাত্র হয়ে বসে আছেন। তিনি বলেন তৃণমূলের ছোঁয়া যেখানে যেখানে লেগেছে সেখানেই চুরি হয়েছে। তাই সমবায় দফতরেও চুরি হয়েছে। এটা সংবাদ মাধ্যম জানতো, পুলিশও জানতো। তবে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কথা বলা নিষেধ তাই তাঁরা মুখে কুলুপ এঁটে বসে রয়েছেন।

{ads}

News Howrah West Bengal India হাওড়া সংবাদ

Last Updated :