header banner

রাতের অন্ধকারে সাত-সাতটি গরু চুরি, চাঞ্চল্য বাঁকুড়ায়

article banner

নিজস্ব সংবদদাতা, বাঁকুড়াঃ গরু পাচারকাণ্ড নিয়ে যখন উত্তাল রাজ্য রাজনীতি, ঠিক তখনই রাতের অন্ধকারে চুরি সাত-সাতটি গরু। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার কোতুলপুর থানা এলাকার খিরি গ্রামে। গ্রামবাসীদের দাবী, এই ঘটনার সঙ্গে গরু পাচারকারীরাই যুক্ত। ঘটনাটি ঘিরে চাঞ্ছল্য ছড়িয়েছে গোটা এলাকায়। 

{link}

স্থানীয় সূত্রের খবর, বুধবার রাতের অন্ধকারে কোতুলপুরের খিরি গ্রাম থেকে আটটি গরু নিয়ে পালানোর চেষ্টা করে চোরের দল। এদিন গ্রামের চারটি বাড়ি থেকে সাতটি গরু চুরি গেছে বলে জানা গিয়েছে। আর এই ঘটনায় পুলিশী নিস্ক্রিয়তার অভিযোগ তুলছেন গ্রামবাসীরা। এ প্রসঙ্গে ওই গ্রামের বাসিন্দা ছায়া ঘোষ বলেন, তার গোয়ালের দুটো গরুর মধ্যে একটা গরু এদিন চুরি হয়ে গিয়েছে। পুলিশ আর সিভিক ভল্যান্টিয়ররা থাকা সত্ত্বেও এভাবে গোয়াল থেকে গরু চুরি হচ্ছে,  এখন গরীব কৃষিজীবি মানুষ কিভাবে চাষাবাদ করবেন সেই নিয়ে প্রশ্ন তোলেন তিনি। 

{link}

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে কোতুলপুর থানার পুলিশ।পুলিশের পক্ষ থেকে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানানো হয়েছে। এদিন পুলিশ চুরি যাওয়া গরুগুলির খোঁজ করার জন্য চাষীদের পাণ্ডগ্রামের হাটে নিয়ে যায়। তবে এখনও পর্যন্ত গরুগুলি পাওয়া যায়নি। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।
{ads}

News Kotulpur police station Bankura West Bengal India বাঁকুড়া সংবাদ

Last Updated :