header banner

উত্তাল বকখালীর সমুদ্র সৈকত, কড়া সতর্কতা জারি প্রশাসনের

article banner

সুদেষ্ণা মন্ডল , বকখালি: গভীর নিম্নচাপ ও পূর্ণিমার ভরা কোটালে জোড়া ফালায় উত্তাল বকখালীর সমুদ্র সৈকত। বুধবার সকাল থেকেই দক্ষিণ ২৪ পরগনা জুড়েই শুরু হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। উপকূল এলাকায় শুরু হয়েছে ঝড়ো হাওয়ার দাপট। সমুদ্র উত্তাল থাকার কারণে বৃহস্পতিবার পর্যন্ত মৎস্যজীবীদের গভীর সমুদ্র যেতে নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্য দপ্তর। বকখালিতে পর্যটকদের ওপর বিশেষ নজরদারি চালাচ্ছে ব্লক প্রশাসন ও পুলিশ প্রশাসন। 

{link}

পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে বকখালীতে সমুদ্র স্নানের উপর জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। সিভিল ডিফেন্স ও নামখানা ব্লক প্রশাসনের পক্ষ থেকে বকখালি সমুদ্র সৈকতে মাইকিং এর মাধ্যমে পর্যটকদের সতর্ক করার কাজ চালানো হচ্ছে। সরকারি নিষেধাজ্ঞাকে অমান্য করে বহু পর্যটক এই দিন সমুদ্রতে স্নান করতে নেমেছিল। তড়িঘড়ি বকখালি সিভিল ডিফেন্স এর পক্ষ থেকে যে সকল পর্যটকেরা সমুদ্র স্নান করতে নেমেছিল সে সকল পর্যটকদের অবিলম্বে সমুদ্র স্নান থেকে বিরত থাকার অনুরোধ করা হয়েছে। নিম্নচাপ ও কোটালের জোড়া ফালায় ইতিমধ্যেই  দক্ষিণ ২৪ পরগনার উপকূল তীরবর্তী একাধিক নদী বাঁধে ফাটল দেখা দিয়েছে। ব্লক প্রশাসনের পক্ষ থেকে তড়িঘড়ি বাঁধ মেরামতি করার উদ্যোগ নেওয়া হচ্ছে। দক্ষিণ ২৪ পরগনা বিভিন্ন পর্যটক কেন্দ্রগুলিতে জারি করা হয়েছে লাল সতর্কতা। বিপর্যয় মোকাবিলায় তৎপর ও প্রস্তুত জেলা প্রশাসন।

{ads}

News Bakkhali South 24 pargana West Bengal India দক্ষিন ২৪ পরগনা সংবাদ

Last Updated :