header banner

বিস্ফোরনে মৃত ১, স্থিতিশীল জাকির হোসেন, তদন্তের ভার সিআইডির হাতে

article banner

বুধবার রাতে মুর্শিদাবাদ জেলার নিমতিতা ষ্টেশনের কাছে বোমার আঘাতে গুরুতর জখম হলেন রাজ্যের শ্রম দফতরের রাষ্ট্রমন্ত্রী জাকির হোসেন। মৃত ১, মন্ত্রী ছাড়াও গুরুতরভাবে আহত আরও কমপক্ষে ২৩ জন। প্রথমে তাকে গুরুতর জখম অবস্থায় জঙ্গিপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি এসএসকেওএম-এ চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে কয়েকজনের অবস্থা বেশ আশঙ্কাজনক।


মুর্শিদাবাদের নিমতিতা স্টেশনে বুধবার রাতে কলকাতা যাওয়ার জন্য ২ নং প্ল্যাটফর্ম থেকে তিস্তা তোর্সা এক্সপ্রেস ধরতে যাচ্ছিলেন তিনি। নিমতিতা ষ্টেশনে গাড়ি থেকে নামার পরেই তার উপর বোমা মারা হয় বলে অভিযোগ। পূর্ব পরিকল্পিত ভাবে এই বোমা হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে ইতি মধ্যেই। সামনেই বিধানসভা নির্বাচন আর নির্বাচন আগে এই ঘটনায় ব্যাপক উত্তেজনা তৈরি হল মুর্শিদাবাদ জেলার নিমতিতা এলাকায়। এ প্রসঙ্গে তৃণমূল জেলা সভাপতি আবু তাহের খান জানান, 'আজকে জেলা পরিষদের মিটিং এ আমার সঙ্গে ছিলেন। আগামীকাল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সমাবেশে অংশগ্রহণ করার জন্য ট্রেন ধরতে যাচ্ছিলেন। পায়ে যথেষ্ট ছোট পেয়েছেন তিনি। এই ঘটনার সঠিক তদন্ত করুক পুলিশ।'


এহেন হামলার ঘটনার ফলে বাস্তবিকভাবেই উত্তপ্ত হয়ে উঠেছে বঙ্গের রাজনৈতিক মহল। সকল রাজনৈতিক দলের কর্মী সহ নেতা সকলেই সরব হয়েছেন প্রতিবাদে। দোষীদের শাস্তির দাবি তুলেছেন রাজ্য রাজনীতির শীর্ষ নেতারা। এ বিষয়ে তদন্তের ভার দেওয়া হয়েছে সিআইডি কে, তদন্ত শুরু করেছেন তারা। আজ আহত মন্ত্রীকে দেখতে হাসপাতালে আসেন মুখ্যমন্ত্রী। গুরুতর যখম হয়েছেন যারা তাদের সকলের পরিবারকে ৫ লক্ষ্য ও সামান্য যখম হয়েছেন যারা তাদের কে ১ লক্ষ্য টাকা করে দেওয়া হবে বলে ঘোষনা করেছেন তিনি। 

{ads}
 

Nimtita Blast Jakir Hossain Murshidabad CID Investigation Death Mamata Banerjee TMC West Bengal India

Last Updated :