header banner

দশমীর সন্ধ্যায় পূর্ণার্থীদের উপস্থিতিতে বেলুড় মঠে সম্পন্ন জগদ্ধাত্রী পূজার নিরঞ্জন পর্ব

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: দশমীর সন্ধ্যায় প্রথা মেনে সম্পন্ন হল বেলুড় মঠের জগদ্ধাত্রী দেবীর নিরঞ্জন পর্ব। প্রতি বছরের মতোই বেলুড় মঠের রীতি অনুযাই সকালে দশমীর পূজার পর করা হয় দর্পনে বিসর্জন। তারপর সন্ধ্যায় দেবীর মূর্তিকে শ্রী শ্রী মা সারদা মায়ের মন্দিরের সামনে রেখে বরণ করা হয়। হয় কনকাঞ্জলী অনুষ্ঠান।  মহিলারা সিঁদুর খেলেন, বিদায়ের মূহুর্তে খুশি ও আনন্দের সাথেই মাকে বিদায় জানানোর অনুষ্ঠান শুরু হয়। এরপরেই বেলুড় মঠের রামকৃষ্ণদেবের মন্দিরে সন্ধ্যারতি শেষ হলে সন্ন্যাসী ভক্তরা মাকে বহন করে নিয়ে শ্রী শ্রী মায়ের ঘাটে নিয়ে আসেন। সেখানে কিছুক্ষন বেলুড় মঠের দিকে মুখ করে দেবীমূর্তি বসিয়ে রাখার পর দেবীর নিরঞ্জন করা হয়। 

{link}
তবে এবছরের এই নিরঞ্জন পর্বের চিত্র গত দুই বছরের থেকে অনেকটাই ভিন্ন ছিল। দু'বছর কোভিড পরিস্থিতির কারনে বন্ধ ছিল দর্শনার্থীদের প্রবেশ। সেই কারনে শেষ দুবছর বিধি মেনে মঠের মহারাজ ও সন্ন্যাসীরাই মায়ের নিরঞ্জন সম্পন্ন করেছিলেন। কিন্তু গতকাল ফের চেনা ছন্দে দর্শনার্থীদের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে নিরঞ্জন পর্ব। বেলুড় মঠের সারদা পিঠে এই বছর পুরোনো ও চেনা ছন্দে মহাসমারহে শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা সমাপন হল। 
{ads}

news Howrah Belur Math Jagadhatri Puja West Bengal সংবাদ

Last Updated :

Related Article

Latest Article