শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : 'বাঘ' বলে কথা! তাকে থানায় ডাকলেই থানায় যেতে হবে! তিনি যাবেন না থানায়। আইসিকে (IC) হুমকি দেওয়ার ঘটনায়, থানায় তলব করলেও এলেন না বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। অনুব্রত মণ্ডল নিজে না এলেও তাঁর জায়গায় এলেন চার আইনজীবী।
{link}
আইনজীবীদের মধ্যে বিপদতারণ ভট্টাচার্য, সন্দীপ সরকার ছাড়াও আরও দুই আইনজীবী রয়েছেন। বোলপুরে এসডিপিও অফিসে যান তাঁরা। সূত্রের খবর অনুব্রত মণ্ডল আইনজীবী পাঠিয়ে দিয়েছেন এবং তার শরীর অসুস্থ রয়েছে। সেই কারণেই তিনি হাজিরা দিতে পারছেন না, বদলে তিনি সোমবার হাজিরা দেবেন এমনটাই খবর। সূত্রের তরফে আরও একটি সম্ভাবনা রয়েছে, সোমবার অনুব্রত মণ্ডল জামিনের আবেদন করতে পারেন এবং সেই জামিন হওয়ার পরই তিনি হাজিরা দেবেন এমনটাই অনুব্রত মণ্ডল সূত্র মারফত খবর।
{link}
আইসিকে হুমকি দেওয়ার ঘটনায় আগেই দল অনুব্রতকে নিঃশর্তে ক্ষমা চাইতে বলেছিল দল। সেই মতো চিঠি লিথে ক্ষমাও চান অনুব্রত মণ্ডল। তবে পুলিশ তাঁকে হাজিরা দিতে বলেছিল, নিজে না এলেও আইনজীবী পাঠালেন অনুব্রত। এদিকে অনেকেই মানে করেছিলেন, অনুব্রতকে আজ গ্রেফতার করা হতে পারে। অনুব্রতর মনেও সেই ভয় যে কিছুটা ছিল তাতে সন্দেহ নেই।
{ads}