header banner

BJP : বাঙালি এলাকায় অবাঙালি নেতৃত্ব, বিতর্কে বঙ্গ বিজেপি

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : বাংলায় বিজেপি (BJP) কতটা বাঙালির দল? বিশেষ করে কলকাতায় যে বিজেপি দলের অধিকাংশ অবাঙালি তা বহুদিন থেকেই বোঝা যাচ্ছে। কার্যক্ষেত্রে বাঙালি হওয়া হল না শমীক ভট্টাচার্যের (Samik Bhattacharya) নেতৃত্বাধীন বঙ্গ বিজেপির। অন্তত উত্তর কলকাতা জেলা বিজেপিতে প্রাধান্য থেকে গেল সেই অবাঙালিদেরই। বিজেপির তরফে উত্তর কলকাতার যে জেলা কমিটি গঠন করা হয়েছে, তাতে ৯১ জন সদস্যের মধ্যে ৬৮ জনই অবাঙালি। একটা সময় বিজেপিকে শুধুই বড় বাজার কেন্দ্রিক কমিটি দল বলা হত।

{link}

নরেন্দ্র মোদি (Modi) ক্ষমতায় আসার পর অবশ্য সেই বদনাম ঘুচেছিল। কিন্তু উত্তর কলকাতার জেলা কমিটিতে সেই বড়বাজারেরই প্রাধান্য। বাঙালি বনেদি এলাকা বলে পরিচিত উত্তর কলকাতা। বিজেপির এই সাংগঠনিক জেলায় ৬০টা ওয়ার্ডের মধ্যে ৪৮টাই বাঙালি অধ্যুষিত। এই বার্তা যে বিজেপির পক্ষে মোটেই শুভ নয় তা বুঝতে পেরেছে বিজেপি। উত্তর কলকাতা প্রধান তমোঘ্ন ঘোষ হলেও অন্যান্য সদস্য প্রায় অধিকাংশই অবাঙালি। তমোঘ্ন ঘোষের নেতৃত্বে জেলা কমিটি গঠিত হলেও তাতে অবাঙালির সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি।

{link}

কার্যকরী কমিটির ৯১ জনের মধ্যে ৬৮ জন অবাঙালি। আবার পদাধিকারী ২৬ জনের মধ্যে ১৬ জন অবাঙালি। কিষাণ ঝাঁওয়ারের লোকজন কমিটিতে আছে। যে অংশ তাপস রায়ের বিরোধিতা করেছিল লোকসভা ভোটে সেই অংশের লোকজনকে কমিটিতে রেখেছেন তমোঘ্ন। কমিটিতে জোড়াসাঁকো আর শ্যামপুকুর এর লোকই বেশি। জেলা কমিটির অন্তর্ভুক্ত ৬০ ওয়ার্ডের মধ্যে ৪৮ ওয়ার্ড বাঙালি এলাকা, সেখানে এমন অবাঙালি জেলা কমিটি কেন? দলের মধ্যে প্রশ্ন উঠছে।

{ads}

 

News Breaking News BJP Samik Bhattacharya সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article