header banner

North Bengal: উত্তরবঙ্গ জুড়ে লাল সর্তকতা! আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুসারে সকাল থেকেই চলছে বিরামহীন বৃষ্টি

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: শিলিগুড়িতে দুপুর গড়িয়ে গেলেও রোদের দেখা মেলেনি। কখনো মুষলধারে কখনো ঝিরঝিরে বৃষ্টি। লাগাতার বৃষ্টিপাতের কারণে তাপমাত্রা ও এক ধাক্কায় নিম্নমুখী। শীতের আমেজ গোটা শহর জুড়ে। শিলিগুড়ির প্রতিবেশী শহর জলপাইগুড়িতেও বিরামহীন বৃষ্টিপাত চলছে। বেলা যতো বাড়ছে অন্ধকার নেমে আসছে জলপাইগুড়ি শহর এবং সংলগ্ন এলাকায়। মুষলধারে ভারী শুরু জেলা জুড়ে।  চিন্তা বেড়েছে নদী পার সংলগ্ন এলাকার মানুষদের পাশাপাশি কৃষকদের।

{link}

জলপাইগুড়িতে মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়েছে জেলা জুড়েই। শীতের আমেজ লক্ষ্য করা যাচ্ছে। জেলা এবং পুলিশ প্রশাসন ব্লক প্রশাসন যেকোনো অপ্রীতিকর ঘটনা রাতে সদা প্রস্তুত রয়েছে। বেশ কিছু জায়গায় খুলে দেওয়া হয়েছে ত্রান শিবির। ব্লক প্রশাসনের তরফে বিভিন্ন জায়গায় সিভিল ডিফেন্স এর কর্মী সহ নৌকা নদী সংরক্ষণে এলাকায় তৈরি রয়েছে প্রশাসন।

{ads}

North Bengal News Weather West Bengal Bengali News Agriculture Siliguri News সংবাদ উত্তরবঙ্গ আবহাওয়া দফতর

Last Updated :

Related Article

Latest Article