header banner

Humayun Kabir: নাম ঘোষণার পরেও নিশায় আপত্তি! বালিগঞ্জ থেকে লড়বে মুসলিম প্রার্থী, জানালেন হুমায়ুন

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল  বিধায়ক হুমায়ুন কবীর এখন খবরের শিরোনামে। তিনি দাবি করেছেন, ২০২৬ ভোটে তিনিই হবেন নির্ণয়ক শক্তি। সেই পরিস্থিতিতেই সোমবার বলেছিলেন বালিগঞ্জে তাদের প্রার্থী নিশা চট্টোপাধ্যায় কিন্তু মঙ্গলবার বললেন, বালিগঞ্জের প্রার্থী করা হবে একজন মুসলিমকে। তিনি আরও বলেন,আগামী ৭ দিনের মধ্যেই নাম ঘোষণা করবেন তিনি।  তৃণমূল সাসপেন্ড করার পরই ভরতপুরের বিধায়ক জানিয়েছিলেন ২২ ডিসেম্বর নতুন দল ঘোষণা করবেন তিনি। বিধানসভা নির্বাচনে একশোর বেশি আসনে প্রার্থীও দেবেন। পূর্বঘোষণা মতো সোমবার নিজের দল ঘোষণা করেন হুমায়ুন। আগামী নির্বাচন অর্থাৎ ২৬ এর বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে ১০ আসনে প্রার্থীর নামও ঘোষণা করেন তিনি। যে তালিকায় ছিল নিজের নাম ছিল ২টি কেন্দ্রে। শুধু তাই নয়, তালিকায় ছিলেন হিন্দু প্রার্থীও। বালিগঞ্জের প্রার্থী হিসেবে তিনি ঘোষণা করেছিলেন নিশা চট্টোপাধ্যায়ের নাম। 

{link}

  রাত পোহাতেই বদলে গেল ছবি। জানা যাচ্ছে, হুমায়ুনের দলের হয়ে ভোটের লড়াইয়ে নামবেন না নিশা। কিন্তু কেন? কারণ হিসেবে জানা গিয়েছে, সোশাল মিডিয়ায় বহু ভিডিও রয়েছে নিশার। যা জনতা উন্নয়ন পার্টির ভাবমূর্তি নষ্ট করবে বলেই মনে করছে দল। সেই কারণেই প্রার্থী বদলের সিদ্ধান্ত। এবিষয়ে হুমায়ুন কবীর বলেন, “ওনার কিছু ভিডিও রয়েছে সোশাল মিডিয়ায়। যা দলের ভাবমূর্তি নষ্ট করতে পারে। সেই কারণেই এই সিদ্ধান্ত। আগামী ৭ দিনের মধ্যে বালিগঞ্জ আসনে মুসলিম প্রার্থীর নাম ঘোষণা করব।”

{ads}

West Bengal News West Bengal Election Bengali News Mamata Banerjee Humayun Kabir News News Today সংবাদ বালিগঞ্জ নির্বাচন বিধানসভা নির্বাচন

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article