header banner

ভাটপাড়া পুরসভার গোলঘর পার্ক সংলগ্ন রাস্তার ধারে জবর দখল উচ্ছেদের নোটিশ

article banner

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা: ভাটপাড়া পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের গোলঘর পার্ক সংলগ্ন রাস্তার ধারে জবর দখল উচ্ছেদের নোটিশ দিয়েছে পুর কর্তৃপক্ষ। সেই নিয়েই রীতিমতো চিন্তায় ওই অঞ্চলের ব্যবসায়ীরা। তবে উচ্ছেদের নোটিশে শুধু চিন্তায় নয়, সেই নোটিশে বেজায় ক্ষুব্ধ হয়েছেন অস্থায়ী দোকানদারেরা। নোটিশে উল্লেখ, সাতদিনের মধ্যে গোলঘর পার্ক সংলগ্ন জায়গা খালি না করা হলে, দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

{link}
এই প্রসঙ্গে দোকানদারদের দাবি পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করা ঠিক নয়। বহু বছর ধরে আমরা দোকান চালিয়ে সংসার চালাচ্ছি। এখন তুলে দিলে আমরা কোথায় যাবো। স্থানীয় দোকানদারাও উচ্ছেদ ঠেকাতে চেয়ারপার্সনের সঙ্গে সাক্ষাৎ করার সিদ্ধান্ত নিয়েছেন। তবে এপ্রসঙ্গে ভাটপাড়ার উপ-পুরপ্রধান দেবজ্যোতি ঘোষ বলেন, আলোচনার মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে আতঙ্কিত হওয়ার এখনই কিছু নেই। গোলঘর এলাকার দৃশ্যমানতা ও বেশ কিছু অসুবিধার জন্যই থেকে এই সিদ্ধান্তর কথা জানানো হয়েছে। তবে আলোচনা করেই যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এক কথায় বর্তমানে পুরসভার এই নোটিশ নিয়ে রীতিমতো চিন্তায় ওই স্থানের দোকানদারেরা। এখন প্রশাসনের তরফে কি সিদ্ধান্ত নেওয়া হয়, তাই দেখার বিষয়। 
{ads}

news Bhatpara eviction West Bengal সংবাদ

Last Updated :