শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : অনেকটা আধার কার্ডের মতো এই কার্ডে থাকবে দেশের সমস্ত পড়ুয়াদের বিস্তারিত তথ্য। আপার আইডি (APAAR Card) কার্ডের পূর্ণরূপ হল অটোমেটিক পার্মামেন্ট অ্যাকাডেমিক অ্যাকাউন্ট রেজিস্ট্রি (Automated Permanent Academic Account Registry)। এটি আধার কার্ডের (Aadhaar Card) মতোই হবে। এই কার্ডে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের (Students) ইউনিক আইডি উল্লেখ থাকবে।
{link}
এই কার্ডটি প্রাথমিক স্কুল থেকে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়াদের জন্য তৈরি করা হবে। তবে লাগবে অভিভাবকদের সম্মতি। ইতিমধ্যে একাধিক রাজ্যে এই কার্ড তৈরীর কাজ শুরু হয়ে গেছে। কেন্দ্রীয় শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে, ভারত সরকার প্রতিটি ছাত্র-ছাত্রীকে ১২ সংখ্যার একটি অনন্য সংখ্যা জারি করবে। শিক্ষার্থীদের পড়ালেখা সংক্রান্ত সব ধরনের তথ্য এই আপার আইডিতে পাওয়া যাবে।
{link}
আপার আইডি কার্ডে নাম, ঠিকানা, বাবা-মায়ের নাম, ছবি-সহ ছোট-বড় প্রতিটি বিবরণ থাকবে। এর সঙ্গে মার্কশিট, ক্যারেক্টার সার্টিফিকেট, স্কুল ট্রান্সফার ট্রান্সফার সার্টিফিকেট সহ অন্যান্য নথিও থাকবে। কোনও পড়ুয়া যদি পাঠ্যক্রম বহির্ভূত কার্যক্রম, অলিম্পিয়াড বা জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ে কোনও খেলায় অংশ নেয় সেই তথ্য এখানে উল্লেখ করা থাকবে। এক কথায় বলা যায় একজন পড়ুয়ার প্রায় সমস্ত তথ্য চলে আসবে এই কার্ডের অধীনে।
{ads}