header banner

শুক্রবার রাতে মালিপাঁচঘড়ার ঘুসুরিতে নির্মীয়মান বহুতলে আগুন, আতঙ্কে এলাকাবাসী

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: গভীর রাতে ফের ভয়াবহ আগ্নীকাণ্ড হাওড়া শহরের বুকে। শুক্রবার গভীর রাতে হাওড়ার মালিপাঁচঘড়ার ঘুসুড়িতে একটি নির্মীয়মান বহুতলে আগুন লাগে। রাত বারোটা নাগাদ ঘুসুড়ি অটো স্ট্যান্ড এর কাছে ওই বিল্ডিং এর ছয়তলায় হঠাৎ আগুন লাগে। ঢালাইয়ের পর ছাদে কাঠের তক্তা এবং বাঁশ লাগানো ছিল। দাউ দাউ করে জ্বলতে থাকে কাঠ ও বাঁশ। এলাকাটি ঘনবসতিপূর্ণ এলাকায় হওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা রাস্তায় বেরিয়ে আসেন এবং আগুন নেভানোর কাজে হাত দেন। তাঁরাই মালিপাঁচঘড়া থানা এবং দমকলে খবর দেন। একে একে ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন পৌঁছায়। প্রায় এক ঘন্টার চেষ্টায় দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

{link}
এই প্রসঙ্গে স্থানীয় এক ব্যাক্তিকে প্রশ্ন করা হলে তিনি বলেন, কিভাবে আগুন লাগল তা আমরা জানি না। আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে উপস্থিত হই। বহুতলের পিছন দিকে লাগোয়া বস্তি থাকায় সেই বস্তিতে আগুন লেগে যাওয়ার সম্ভাবনায় আতঙ্ক তৈরি হয়। কারন আগুনের ফুলকি রীতিমতো উড়ছিল। যাতে সেহেন কোন ঘটনা না ঘটে, তা রুখতে স্থানীয় মানুষেরা তৎপর হয়ে ওঠে। তবে নির্মীয়মান বহুতল, যেখানে কেউ থাকে না… সেখানে আগুন লাগলই বা কিভাবে? সেই নিয়েই উঠছে প্রশ্ন। 
{ads}

news Howrah fire Malipanchghara West Bengal সংবাদ

Last Updated :