header banner

মকর সংক্রান্তিতে জয়নগরের আকাশে ঘুড়ির মেলা, 'ভোকাট্টা' চিৎকারে উল্লাসের আবহ

article banner

সুদেষ্ণা মন্ডল, জয়নগর: বাঙালি সাধারনভাবে জানে বিশ্বকর্মা পুজোর দিন থেকে ঘুড়ি ওড়ানোর কথা। সেইটাই বরাবরের একটি চর্চা রূপে বজায় রয়েছে গ্রাম বাংলায়। তবে এখন আর সেভাবে কিন্তু বিশ্বকর্মা পুজোতে ঘুড়ি ওড়াতে দেখা মেলে না। তবে মকর সংক্রান্তি শুরু হতে আকাশের দিকে তাকালে একের পর এক ঘুরে উড়তে দেখা যায়। কান পাতলেই কোথাও ভোকাট্টা ধ্বনিতে উল্লাসে মেতে ওঠার শব্দ। আবার কখনো কখনো ঘুড়ি কাটা যাওয়ার পর কাউকে হতাশা প্রকাশ করতে। সবকিছু মিলিয়ে একটা উল্লাসের ছবিও চোখে পড়ে সবার। তবে গ্রাম বাংলার ছেলেদের মকর সংক্রান্তি আসতেই আগে গ্রামে গ্রামে দেখা যেত ঘুড়ি ওড়ানোর জন্য সুতোতে মাঞ্জা দিতে। তবে এখন আর সেভাবে দেখা যায় না। তার কারণ বাজারে প্রচুর পরিমাণে চাইনিজ মাঞ্জা সুতো আসার পর থেকে। সেইসব সবলাটে উঠেছে। এই মাঞ্জা সুতো সরকারি নিষেধাজ্ঞা থাকার সত্বেও রমরমিয়ে কিন্তু চলছে চায়না মাঞ্জা  বাজার জুড়ে।

{link}
সেইমতো জয়নগরে উত্তর দুর্গাপুরে এলাকায় সারাদিন চলল ঘুড়ি উড়ানো প্রতিযোগিতা। কে কতগুলি ঘুড়ি কাটতে পারে তার উপরে বিবেচনা করে করা হবে পুরস্কৃত। এলাকার ছোট থেকে বড় সবাই মেতেছে ঘুড়ি ওড়ানোর উৎসবে। তবে গত দুবছর করমার জন্য এই উৎসব থেকে বিরত ছিল সাধারণ মানুষ। তবে এবারে আর কোনো বাধা নেই তাই ছোট থেকে বড় সবাই সামিল হয়েছে এই ঘুড়ি উৎসবে। আকাশে ঘুড়ির মেলার এক পুরোনো চিত্র পুনরায় চোখে পড়ল বাঙালির। 
{ads}

news kites Makar Sankranti Jaynagar West Bengal সংবাদ

Last Updated :