header banner

মঙ্গলবার সকালে বাগনানে ১৬ নম্বর জাতীয় সড়কে বাস ও চারচাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষ, মৃত ৩

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: মঙ্গলবার সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিনজনের। ঘটনাটি ঘটেছে ১৬ নম্বর জাতীয় সড়কের বাগনানের বরুন্দা এলাকায়। এদিন সকালে কোলাঘাটমুখী একটি দীঘাগামী বাসের সামনের চাকা ফেটে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে চলে আসে কলকাতাগামী লেনে। সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে তখন বাসটি। তখনই কলকাতামুখী একটি চারচাকা গাড়ির সাথে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। বাসের তেমন ক্ষয়ক্ষতি না হলেও দুর্ঘটনার ফলে দুমড়ে মুচড়ে যায় চার চাকা গাড়িটি। মৃত্যু হয় ওই গাড়ির তিন আরোহীর। ঘটনাস্থলে পৌঁছায় বাগনান থানার পুলিশ ও ট্রাফিক পুলিশ।

{link}
দুমড়ে মুচড়ে যাওয়ার কারনে গাড়িটির এমনই খারাপ অবস্থা হয়ে পড়ে যে, মৃতদেহ গাড়ি থেকে বের করতে না পারায় গ্যাস কাটার দিয়ে কেটে উদ্ধার করা হয় দেহগুলি। ক্রেনের সাহায্যে গাড়িটিকে রাস্তা থেকে সরানো হয়। এই দুর্ঘটনায় ওই বাসের কয়েকজন যাত্রী আহত হন। তাদের মধ্যে একজনকে উলুবেড়িয়ায় হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি আটক করা হয়েছে। পুলিশ মৃতদের পরিচয় জানার চেষ্টা করছে। এই দুর্ঘটনার জেরে জাতীয় সড়কের একটি অংশে ব্যাপক যানজট ছড়িয়ে পড়ে। যদিও পুলিশের চেষ্টায় দ্রুততার সাথে পরিস্থিতি স্বাভাবিক হয়ে ওঠে। 
{ads}

news Bus accident Howrah West Bengal সংবাদ

Last Updated :