header banner

অবরোধের দিনে ব্যারাকপুর প্রশাসনিক ভবন কার্যত শূন্য, ফাঁকা পড়ে টেবিল চেয়ার

article banner

নিজস্ব সংবাদদাতা, ব্যারাকপুর: বকেয়া DA'র দাবিতে রাজ্য সরকারি কর্মচারীদের একদিনের কর্ম বিরতি শুরু হয়েছে এ রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরে। একাধিক সরকারি দপ্তর থেকে শুন্য আসনের নিস্তব্ধতার ছবি উঠে আসছে। ব্যাতিক্রমী ছবি খুবই কম। এহেন ছবিই দেখা গেল ব্যারাকপুর প্রশাসনিক ভবনে। দেখা গেল উপস্থিতির হার প্রায় শূন্য ফাঁকা পড়ে রয়েছে সমস্ত টেবিল চেয়ার। দেখা নেই কোন কর্মচারীর। তবে গুটি কয়েক কর্মচারী অফিসে আসলেও স্বাভাবিক পরিস্থিতি দেখা যায়নি ব্যারাকপুর প্রশাসনিক ভবনে। যে অফিস চত্বর কর্মচারী এবং সাধারন মানুষের কোলাহলে গমগম করে সেই অফিস জুড়ে শুধুই নিস্তব্ধতার দাপট। তার উপর আন্দোলনকারীদের সমর্থন করে ব্যারাকপুর প্রশাসনিক গেটের সামনেই সিআইপিইউ কর্মী এবং নেতৃত্বরা করছেন স্লোগান। যার ফলে কার্যত এক অন্যরকম ছবি সরকারি দপ্তরে। যদিও মহকুমা শাসকের দাবি ১০০% কর্মচারীই যোগ দিয়েছেন কাজে।

{ads}

news Barrackpore DA Protest West Bengal সংবাদ

Last Updated :