header banner

মুখ্যমন্ত্রীর জেলা সফরের প্রাক্কালে বাঁকুড়ায় পথে নেমে তার বিরুদ্ধে আন্দোলনে মতুয়া সমাজ

article banner

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়া: আগামী ১৭ বাঁকুড়া জেলা সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগেই তাঁর বিরুদ্ধে আন্দোলনে নামলো 'সারা বিশ্ব মতুয়া সমাজ'। শুক্রবার বড়জোড়ার পল্লীশ্রী মানাচর থেকে দুর্গাপুর ব্যারেজ পর্যন্ত মিছিলে অংশ নিলেন ঐ সংগঠনের সদস্যরা। এমনকি ঐ মিছিলে অংশগ্রহণকারী কেউ কেউ রাস্তায় শুয়ে পড়েও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন।

{link}

মিছিলে অংশগ্রহণকারী 'সারা বিশ্ব মতুয়া সমাজে'র অভিযোগ, প্রকাশ্য সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 'জগৎ পিতা' হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুরের নামকে 'বিকৃত' করেছেন, যা 'ক্ষমার অযোগ্য'। এই ঘটনায় মতুয়া সমাজ সহ বিশ্ববাসী ব্যথিত। প্রত্যাশা ছিল, মুখ্যমন্ত্রী ঠাকুর বাড়িতে গিয়ে সংবাদ মাধ্যমের উপস্থিতিতে এবিষয়ে ক্ষমা চাইবেন, কিন্তু তিনি তা করেননি। শুধু এরাজ্য নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 'মাথা নত করে ক্ষমা না চাইলে' তাঁকে 'ধিক্কার' জানিয়ে এই আন্দোলন দেশের গণ্ডি ছাড়িয়ে অস্ট্রেলিয়া, জাপান, জার্মান, কোরিয়া, থাইল্যাণ্ড, আমেরিকা, ইরাক, ইরান, ইতালি, পোল্যাণ্ড সহ বিশ্বের সর্বত্র ছড়িয়ে পড়বে বলে তাঁরা দাবি করেন।

{ads}

news Mamata Banerjee Bankura Protest Matua Community সংবাদ

Last Updated :