header banner

Basanti Puja : বাসন্তী পূজা উপলক্ষে কুমারী পূজা হলো গাঙ্গুরিয়া সারদা তীর্থমে

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক :  বাসন্তী পূজা উপলক্ষে বামনগোলা ব্লকের গাঙ্গুরিয়া সারদা  তীর্থম মিশনে কুমারী পূজা অনুষ্টিত হলো মঙ্গলবার।মঙ্গলবার বাসন্তীর মহা অষ্টমী সেই উপলক্ষে বামনগোলা ব্লকের গাঙ্গুরিয়া শ্রী শ্রী সারদা তীর্থম আশ্রমে কুমারী পুজোর আয়োজন করা হয়, আশ্রমের সম্পাদক মহারাজ স্বামী মহারাজ আত্মপ্রাণনন্দ,জানান এই মিশনে ২৪ বছর ধরে এই বাসন্তী দুর্গাপুজা ভিন্ন নিয়ম রীতি  হয়ে আসছে। আজ মহা অষ্টমী উপলক্ষে কুমারী পুজো করা হয় মালদহের এক ব্রাহ্মণ পরিবারের মেয়েকে নিয়ে এসে এই বছর বিভিন্ন রীতির মেনে এই পুজো করা হয়েছে।এই পুজোতে বহু ভক্তের ভীর দেখা গিয়েছে সকাল থেকে।এই আশ্রমে বিভিন্ন এলাকা থেকে আসা মানুষের মধ্যে পুজো শেষে  প্রসাদ বিতরণ করা হয়। এছাড়াও বিকেল থেকে অনুষ্ঠিত হবে বিভিন্ন অনুষ্ঠান। 

{ads}

News Basanti Puja occasion Bamangola West Bengal Ganguria Sarada Theertham Mission Moha Astami Village সংবাদ

Last Updated :